জ্যাক মাকে সরিয়ে চীনের নতুন শীর্ষ ধনী বোতলজাত পানি বিক্রেতা
চীনের বিখ্যাত অনলাইন বাণিজ্যের সাইট আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা পরিচয় জানা আছে প্রায় সকলের। কিন্তু, তাকে সেরার স্থান থেকে সরিয়ে যিনি শীর্ষ ধনীর স্থান দখল করেছেন, সেই জং শানশান'কে কিন্তু সকলেই চেনেন না। বোতলজাত পানি বিক্রি করেই আজকের অবস্থানে এসেছেন তিনি।
১৯৯৬ সালে চীনের পূর্ব উপকূল সংলগ্ন ঝেঝিয়াং প্রদেশে 'নংফু স্প্রিং' নামে নিজ বোতলজাত কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। আজ প্রায় দুই যুগ পর ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে তার মোট সম্পদের পরিমাণ পাঁচ হাজার ৬৭০ কোটি মার্কিন ডলার। অর্থবিত্তে তিনিই সবার সেরা সমগ্র চীনে।
সাম্প্রতিক সময়ে তার বোতলজাত পানি কোম্পানির পুঁজিবাজার নিবন্ধন এবং অন্যতম একটি ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠানের মালিকানা ক্রয়ের পর থেকে তার সৌভাগ্য নতুন এ উচ্চতা লাভ করে।
চীনের 'লোন উলফ' নামে খ্যাত এ ব্যবসায়ী এখন এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনকুবের। তার আগের স্থানটি এখনও ভারতীয় বিলিয়নিয়ার মুকেশ আম্বানির দখলেই আছে। এছাড়া, জং এখন পৃথিবীর সেরা ৫০০ ধনীদের সারিতে আছেন ১৭ নং স্থানে।
অন্যান্য চীনা ধনীর সঙ্গে তার অনেক অমিল। চীনের নতুন বিলিয়নিয়ারদের প্রায় সকলেই প্রযুক্তিখাত থেকে উঠে এসেছেন। তবে সাম্প্রতিক সময়ে, চীন-যুক্তরাষ্ট্র ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এসব ধনকুবেরদের প্রতিষ্ঠিত টেক কোম্পানির বাজারদর অনেকটাই হ্রাস পায়। এব্যাপারে উল্লেখযোগ্য; টিকটক এবং উইচ্যাট।
এরমধ্যেই দেখা যাচ্ছে, চীনের খাদ্য এবং মুদিপণ্য ভিত্তিক ব্যবসায়ের খাত প্রযুক্তিখাতের সঙ্গে তাল মিলিয়ে দেশটির শীর্ষ ব্যবসায়ীদের তৈরি করছে। জং শানশান সেই ধারার সবচেয়ে উজ্জ্বল ও সফল উদাহরণ।
ব্যবসায়ী হিসেবে তার দৃষ্টিভঙ্গিও স্বচ্ছ এবং সুদূরপ্রসারী। গত এপ্রিলে তার মালিকানাধীন বেইজিং ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইজ চীনা পুঁজিবাজারে নিবন্ধিত হয়। মহামারিতে টিকার গুরুত্ব অনুধাবন করেই এ পদক্ষেপ নেন তিনি। অনুমানটি ভুল হয়নি, বিনিয়োগকারীদের প্রত্যাশাতীত সাড়া পাওয়ার ফলে প্রতিষ্ঠানটির সিংহভাগ শেয়ারের মালিক হিসেবে গত আগস্ট নাগাদ শানশানের সম্পদ দুই হাজার কোটি! ডলার বাড়ে।
ইতোপূর্বে, তার ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানায়, কোভিড প্রতিরোধী টিকা আবিষ্কারে তারা দুইটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের চুক্তি করেছে।
লালছিপির বোতলবন্দী উজ্জ্বল সম্ভাবনা:
চলতি মাসের শুরুতে পুঁজিবাজার লেনদেনে নংফু স্প্রিং কোম্পানির শেয়ারের দর ৫৪% বাড়ে। হংকং পুঁজিবাজারে কোম্পানিটি নিবন্ধিত হওয়ার উদ্যোগ নিলে এ দরপ্রবৃদ্ধি লক্ষ্য করা যায়।
আর হবেই বা না কেন! বিশুদ্ধ পানি হাজার হলেও জীবনধারণের জন্য অত্যাবশ্যক উপাদান। শিল্পদূষিত চীনে তাই এখন বোতলজাত পানির চাহিদা বিপুল। পুরো দেশের ছোটখাট যেকোনো দোকান থেকে শুরু করে উচ্চমানের সব হোটেল- সবখানেই জনপ্রিয় নংফু'র লাল ছিপি (ক্যাপ) লাগানো পানির বোতল। পাশাপাশি কোম্পানিটি ঐতিহ্যবাহী চা, নানা স্বাদের ভিটামিন ড্রিংক্স এবং ফলের নির্যাসও বিপণন করে থাকে।
তাই হংকং পুঁজিবাজারে নিবন্ধনের সময় তার কোম্পানির সামনে চ্যালেঞ্জিং ভবিষ্যৎ অপেক্ষা করছে; এমন সন্দেহ জাগেনি অতি-সাবধানী বিনিয়োগকারিদের মাঝেও। ওই সময়েই চীনের আলীবাবার জ্যাক মা এবং টেনসেটের পোনি মা'র পর চীনের তৃতীয় সেরা ধনীতে পরিণত হন শানশান। কিন্তু, সেখানেই শেষ হয়নি এ উত্থান। চলতি সপ্তাহে পুঁজিবাজারে প্রযুক্তিখাতের শেয়ারের দরপতনের কারণে, শানশানই এখন চীনের সেরা ধনীর আসনটা দখল করেছেন।
অবশ্য, দীর্ঘমেয়াদে জ্যাক মা'র শীর্ষ ধনীর আসন দখল করে রাখাটা- তার জন্য সম্ভব নাও হতে পারে। গত ছয় বছর ধরে এ খেতাবটা আলিবাবা প্রধানই ধরে রেখেছেন।
তাছাড়া, অচিরেই হংকং বাজারে নিবন্ধনের উদ্যোগ নিচ্ছে আলীবাবা সমর্থিত অ্যান্ট গ্রুপ। সিংহভাগ মালিকানা থাকায় এখান থেকেও জ্যাক মা'র সম্পদ বহুলাংশে বাড়বে নিঃসন্দেহে।
অনলাইন অর্থায়ন সম্পর্কিত অ্যান্ট ফাইন্যান্সিয়ালের বাজারমূল্য যদি লক্ষ্যমাত্রা অনুসারে প্রাথমিক শেয়ারের বাজার মূল্যায়নের ভিত্তিতে ২৫ হাজার কোটি ডলার হয়, তাহলে জ্যাক মা'র সম্পদ আরও প্রায় ২৮শ' কোটি ডলার বাড়বে।
- সূত্র: বিবিসি