খেলা শুরুর আগেও টিকেট নিয়ে তোলপাড়, আটকে গেল মিরাজের গাড়ি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে দেখা গেল চরম বিশৃঙ্খলার দৃশ্য। সকাল থেকেই টিকেটের জন্য হাজারও মানুষ জড়ো হয় স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের টিকেট কাউন্টারে। তবে বিসিবি আগেই জানিয়েছিল, অনলাইনে ও মধুমতি ব্যাংকের নির্ধারিত ৭টি শাখায় ছাড়া অন্য কোথাও টিকেট বিক্রি করা হবে না। কিন্তু এই তথ্য জানেন না অনেকেই।
কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকেট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। টিকেটের জন্য সকাল থেকে অপেক্ষা করা এক দর্শক জানান, তিনি নিয়মিত এই কাউন্টার থেকেই টিকেট কাটেন। তাই ভেবেছিলেন, এবারও এখানেই টিকেট পাবেন। কিন্তু কাউন্টারে টিকেট না থাকায় হতাশ তিনি। এমন বিভ্রান্তিতে পড়েছেন আরও অনেক দর্শক। তাদের দাবি, এই কাউন্টার থেকেও টিকেট বিক্রি করতে হবে।
মূল ফটকের (দুই নম্বর গেট) সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিপিএলের প্রচারণার ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে তারা লোহার গেট ধরে ঝাঁকাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। উত্তেজিত জনতা ছত্রভঙ্গ হলেও পরে আবার কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দর্শকদের এই বিক্ষোভের কারণে দুর্বার রাজশাহীর টিম বাস মূল গেট দিয়ে মাঠে প্রবেশ করতে পারেনি। বাধ্য হয়ে বিকল্প পথ দিয়ে তাদের মাঠে নিয়ে আসা হয়। একইভাবে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও অনুশীলনে আসার সময় বাধার মুখে পড়েন, ভিড়ের মধ্যে আটকে যায় তার গাড়ি।
পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে গেট খুলে দেওয়া হয়। অনলাইন থেকে টিকেট সংগ্রহ করা দর্শকরা প্রিন্ট কপি কিংবা সফট কপি দেখিয়ে মাঠে প্রবেশ করেন। গেটে সেগুলো স্ক্যান করে প্রবেশাধিকার নিশ্চিত করা হয়। তবে মাঠের ভেতরের পরিবেশ ছিল ভিন্ন। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত গ্যালারি ছিল অনেকটাই ফাঁকা। যদিও পরে গ্যালারি ভরে ওঠে।
খেলা শুরুর আগের দিন বিকেল ৪টায় টিকেট বিক্রি শুরু করার কথা থাকলেও প্রায় দুই ঘণ্টা দেরি হয়। এ নিয়ে রোববার মধুমতি ব্যাংকের মিরপুর শাখায় টিকেটপ্রত্যাশী দর্শকরা ভাঙচুর চালান। এ ছাড়া মিরপুর স্টেডিয়ামের বাইরে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলে বিক্ষোভ।