করোনাকালীন বিরতি শেষে মঞ্চে ফিরছে ‘রাঢ়াঙ’
করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিন স্থবির ছিল দেশের নাট্যাঙ্গন। আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে ঢাকার মঞ্চে।
প্রখ্যাত নাট্যদল আরণ্যক মঞ্চে ফিরছে তাদের বহুলপ্রশংসিত নাটক 'রাঢ়াঙ' নিয়ে। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি।
আরণ্যক নাট্যদলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় 'রাঢ়াঙ'-এর আত্মপ্রকাশ ঘটে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর। এ নাটকে দূরাগত মাদলের ধ্বনির সঙ্গে শোষিত সাঁওতালদের জেগে ওঠার জানানো হয়েছে আহ্বান।
সাঁওতাল সম্প্রদায়ের ঘাত-প্রতিঘাত, হাসি-কান্না, জন্মভূমি থেকে উচ্ছেদ ও হত্যার নির্মম চিত্র ফুটে উঠেছে 'রাঢ়াঙ'-এ।