‘কলকাতায় পরিচয়, তারপর দ্রুতই বন্ধুত্ব’
একুশে পদকজয়ী নাট্য ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।
'আমাদের পরিচয় কলকাতায়। তখন আমরা দুজনই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করতাম। খুব দ্রুতই আমাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন তিনি।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজের সময়ই নিজের লেখা 'পশ্চিমের সিঁড়ি' নাটকে অভিনয়ের প্রস্তাব আলী যাকেরকে দেন মামুনুর রশীদ। নাটকটি মঞ্চস্থ করার জন্য তারা বেশ কিছুদিন রিহার্সালও করেন। এরপর দেশ স্বাধীন হয়ে গেলে সেই নাটকের আর প্রদর্শনী হয়নি।
''দেশে ফেরার পর আমরা একসঙ্গে 'আরণ্যক নাট্যদল' গড়ে তুলি। মুনীর চৌধুরীর লেখা বিখ্যাত নাটক 'কবর' আমরা একসঙ্গেই মঞ্চায়ন করেছিলাম,'' বলেন মামুনুর রশীদ।
''১৯৭৩ সালে 'আরণ্যক নাট্যদল' ছেড়ে 'নাগরিক নাট্যসম্প্রদায়' নামে আরেকটি নাটকের দলে যোগ দেন আলী যাকের। তাতে আমাদের বন্ধুত্বে এতটুকু ভাঁটা পড়েনি,'' স্মৃতিচারণায় বলেন তিনি।
মামুনুর রশীদ আরও বলেন, 'পরবর্তীকালে আমার লেখা 'পাগড়ী' নাটকে অভিনয় করেছেন আলী যাকের। নাটকটি বিটিভিতে সম্প্রচারিত হয়েছিল। পরে আমরা দুজন একসঙ্গে প্রচুর কাজ করেছি।'