আবরার হত্যার ঘটনায় আলোচিত অমিত গ্রেপ্তার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যার ঘটনায় অমিত সাহাকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার রাকিব-আল-মাসুদ।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অমিত বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক। আবরারকে শের-ই-বাংলা হলের যে কক্ষে আটকে রেখে কয়েক ঘণ্টা নিপীড়ন চালানো হয়েছে, সেই ২০১১ নম্বর কক্ষেরই অন্যতম আবাসিক ছাত্র অমিত। আলোচিত এ হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন হিসেবে তার নাম আসার পরও মামলায় তার নাম না থাকা নিয়ে গত দুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল।
গোয়েন্দা শাখার সূত্রে জানা যায়, আবরার হত্যার ঘটনায় অমিতের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও ঘটনার সময় অমিত সেখানে উপস্থিত ছিলেন কি না সে বিষয়ে তারা নিশ্চিত নন বলেও জানা গেছে।
যুগ্ম কমিশনার মাহবুব আলম জানা, অমিতকে গোয়েন্দা শাখার দপ্তরে নেওয়া হয়েছে।
এর আগে আবরারের বাবা বরকতুল্লাহ বুয়েট কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের অনেককেই মামলায় বাদ দেওয়া হয়েছে। যার নেতৃত্বে নির্যাতন করা হয়েছে তাকেই মামলায় আসামী করা হয়নি।”
তিনি বাদ-পড়াদের মামলায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। তবে তিনি এ ঘটনায় এখন পর্যন্ত সরকারের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “প্রধানমন্ত্রী জানেন স্বজন হারানোর ব্যথা। তিনি যদি সিসিটিভির ফুটেজ দেখেন তাহলে আমার বিশ্বাস আবরার হত্যাকাণ্ডে জড়িতরা দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি পাবে।”