২৬ ডিসেম্বরের মধ্যে কাজী পাপুলের স্ত্রী-কন্যাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং তাদের কন্যা ওয়াফা ইসলামকে ২৬ ডিসেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের একটি ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২৬ নভেম্বর পাপুলের স্ত্রী সেলিনা ও কন্যা ওয়াফা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
তার আগে, ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. সালাহউদ্দিন ২.৩১ কোটি টাকার অবৈধ সম্পদ-সহ ১৪৮ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে কাজী পাপুল ও তার স্ত্রী-সহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার অন্য আসামিরা হলেন পাপুলের কন্যা ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন প্রধান।
পাপুল বর্তমানে মানি লন্ডারিং ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে বন্দি।
কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ২৬ ফেব্রুয়ারি তদন্ত শুরু করে দুদক।