ইউএন অর্গানাইজেশনে চাকরির সুযোগ
ইউএন অর্গানাইজেশনে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছে থেকে দরখাস্ত আহ্বান করেছে ই-জোন এইচআরএম লিমিটেড।
পদের নাম: এইচআইভি অফিসার (কনসালটেন্ট)
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: কক্সবাজার ফিল্ড অফিস
চুক্তির মেয়াদ: ১২ মাস
পদের নাম: ফিল্ড কোঅর্ডিনেটর- ডেভকো
পদসংখ্যা: ৪টি
কর্মস্থল: কক্সবাজারের পেকুয়া, টেকনাফ, কক্সবাজার সদর এবং মহেশখালী উপজেলা
চুক্তির মেয়াদ: ৬ মাস
ফিল্ড কোঅর্ডিনেটর-ডেভকো পদে ২ জানুয়ারি এবং এইচআইভি অফিসার পদে ৬ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।