কোভিড-১৯ টিকার প্রথম পূর্ণাঙ্গ অনুমোদন দিল চীন
সাধারণ মানুষের ব্যবহারযোগ্য একটি কোভিড-১৯ টিকার পূর্ণ অনুমোদন দিয়েছে চীন। টিকাটি পরীক্ষাধীন থাকার সময়েই চীনা কর্তৃপক্ষ এর ব্যাপারে আস্থা পোষণ করেছিলেন এবং তা রপ্তানির লক্ষ্যও রয়েছে দেশটির।
চীনের চিকিৎসা পণ্য প্রশাসন- নিয়ামক সংস্থাটি রাষ্ট্রায়ত্ত চায়না বায়োটেক গ্রুপ কো. লিমিটেডের কোভিড-১৯ টিকার অনুমোদন দেয়। এটি সিনোফার্মের একটি অঙ্গপ্রতিষ্ঠান। চীনা কর্মকর্তারা আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
টিকাটি প্রাথমিকভাবে জরুরি প্রয়োগের স্বীকৃতি পায় চলতি বছরের মাঝামাঝি সময়ে। এসময় স্থানীয়ভাবে পরীক্ষাধীন আরও বেশ কিছু প্রতিষেধকও একইমাত্রার সম্মতি পায়। কিন্তু, এখন সিনোফার্মের টিকা পূর্ণ স্বীকৃতি পেলো। ফলে এটি বাজারে বাণিজ্যিকভাবেই মিলবে, অর্থাৎ সাধারণ মানুষ চাইলেই এটি কিনে ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
গত মাস থেকে সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র অবদি একাধিক দেশে স্বীকৃতি পায় নানা কোম্পানির কোভিড-১৯ টিকা। সবচেয়ে বেশি দেশে স্বীকৃতি পেয়েছে ফাইজার ইঙ্কের ভ্যাকসিন।
তারপরের স্থানটি মডের্না ইঙ্কের দখলে। এরপর আছে অ্যাস্ট্রাজেনেকা পিএলসি'র তৈরি ভ্যাকসিন, এটি যুক্তরাজ্যে অনুমোদন পাওয়ার প্রেক্ষিতে উন্নত এবং উন্নয়নশীল সকল দেশে অনুমোদন লাভ করতে পারে। তবে আলোচিত সবগুলোই ছিল জরুরি প্রয়োগের স্বীকৃতি, চীন এ মর্যাদা তার ভ্যাকসিন উৎপাদকদের কয়েক মাস আগেই দিয়েছিল। এবার প্রথম দেশটি কোনো টিকা পূর্ণ অনুমোদনের পথে হাঁটল।
- সূত্র: ব্লুমবার্গ