চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্ব ভারতের ৫ কোটি মানুষ: বাণিজ্য মন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রোববার (২৭ অক্টোবর) বলেছেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় পূর্ব ভারতের ৫ কোটি মানুষ।
তিনি বলেন, "এটা করা গেলে অনেকের কর্মসংস্থান হবে। আমাদের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়বে। তাদের এখন এক হাজার ২০০ কিলোমিটার যেতে হয় কলকাতা বন্দর যেতে। চট্টগ্রাম বন্দর হলে অর্ধেক পথে দাঁড়াবে।"
চট্টগ্রামের কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে মাসব্যাপী ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী এক মাসের আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই। তবে সপ্তাহ খানেকের মধ্যে মিশর থেকে পেঁয়াজ আসলে কেজি প্রতি সত্তর থেকে আশি টাকায় পেঁয়াজ পাওয়া যাবে।’
"পেঁয়াজের দাম বৃদ্ধি আমাদের জন্য একটা শিক্ষা। আগামীতে যাতে এ রকম না হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা এখন খাদ্যে সারপ্লাস করছি। পেঁয়াজ নিজেরা উৎপাদন করতে পারলে ভবিষ্যতে এই সংকট মোকাবিলা করা যাবে। আশাকরি, আগামী বছর অবস্থার উন্নতি হবে", যোগ করে তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, "আমরা ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চাই তা না, বরং আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমাদের সব চেষ্টা হলো আগামীতে যেন নিজেরাই এসব জিনিস উৎপাদন করতে পারি।"
চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিএমসিসিআইয়ের পরিচালক ও মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া, সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী ও আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান ও ব্যবসায়ী প্রতিনিধি, করপোরেট প্রতিনিধি ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মাসব্যাপী এই মেলায় ২৪০টি দোকান, চারটি প্যাভিলিয়ন, বাচ্চাদের জন্য কিডস জোন ও খাবারের দোকান রয়েছে।