সাকিবের নিষেধাজ্ঞার ঘটনায় যা বললেন মাশরাফী
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরণের ক্রিকেট থেকে আইসিসির দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞায় নিজের ভেতরকার হাহাকারের কথা জানালেন একদিনের ম্যাচের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
মঙ্গলবার সন্ধ্যায় সাকিবকে দুই বছরের জন্য ক্রিকেটে নিষেধাজ্ঞার বিষয়টি জানায় আইসিসি। বাংলাদেশের ক্রিকেটের ওপর সমসাময়িক সময়ের সবচেয়ে বড় এই দুঃসংবাদে ক্রিকেটাঙ্গনে নেমে এসেছিলো নীরবতা। কেউ কেউ সিদ্ধান্ত মেনে নিয়ে সাকিবের পাশে থাকার ঘোষণা দেন, আবার কেউ কেউ করেন আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলাদেশ ওয়ান-ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি লিখেন, “দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান!”