জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ
যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করতে ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ।
গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা ফ্লয়েডের (৪৬) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, তিনি ২০ ডলারের একটি জাল নোট দিয়ে দোকান থেকে সিগারেট কেনার চেষ্টা করছিলেন। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারের সময় সড়কে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন টানা নয় মিনিট তার ঘাড়ের পিছনে হাটু দিয়ে চেপে বসলে ফ্লয়েডের মৃত্যু হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে উঠে আমেরিকাসহ পৃথিবীর নানা প্রান্তের মানুষ। পৃথিবীজুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেনজামিন ক্রাম্প বলেছেন, "এটি মার্কিন ইতিহাসে অন্যায় মৃত্যুর মামলার ঘটনায় সবচেয়ে বড় প্রাক-বিচার নিষ্পত্তি"।
সংবাদ সম্মেলনে ক্রাম্প বলেন, টাকার অংকটি এটাই ইংগিত দেয় যে, পুলিশের হাতে কোন কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনা "এখন থেকে আর তুচ্ছ, গুরুত্বহীন বা পরিণতির অযোগ্য হিসাবে বিবেচিত হবে না"। ক্রাম্পের সাথে সেখানে আরও ছিলেন ফ্লয়েডের পরিবারের লোকজন, মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে এবং অন্যান্য কর্মকর্তারা।
ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড বিবৃতিতে বলেন, "ন্যায়বিচারের এই কঠিন যাত্রায় একটি সমাধানে পৌঁছাতে পেরে আমরা সন্তুষ্ট"।
"আমাদের হৃদয় অত্যন্ত ব্যথিত। কিন্তু এটি ভেবে সান্ত্বনা পাচ্ছি যে, মৃত্যুর মধ্য দিয়ে হলেও জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়"।
এদিকে ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা চাওভিনের বিচার আদালতে চলমান রয়েছে। তবে তিনি এখনো নিজের অপরাধ স্বীকার করেন নি। বরং তিনি আদালতকে বলেছেন, তিনি শুধু তার পুলিশি প্রশিক্ষণকে অনুসরণ করেছিলেন।
গত বছর, ফ্লয়েডের পরিবার শহর কর্তৃপক্ষ, চাওভিন এবং ফেডারেল আদালতের সাথে জড়িত আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে। মামলায় বলা হয়, গ্রেফতারের পরপরই নির্যাতনের মধ্য দিয়ে ফ্লয়েডের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন এই কর্মকর্তারা।
হেনেপিন কাউন্টির বিচারক পিটার কাহিল ফ্লয়েডের মৃত্যুর ভিডিওটি সম্পর্কে বলেন, "প্রতিটি আমেরিকানের মনে আছে এটি প্রথমবার দেখার সময় তাদের কী অনুভূতি হয়েছিল"।
তিনি বলেন, "আজকের এই নিষ্পত্তি জাতিগত বৈষম্যের প্রতিবাদে আমাদের পারস্পারিক প্রতিশ্রুতিই প্রতিফলিত করেছে"।
সূত্র: রয়টার্স