সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই 'সারপ্রাইজড'
ভালবাসার মানুষটিকে চমকে দিতে, তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে মানুষের প্রচেষ্টার অন্ত নেই। প্রেমিক-প্রেমিকার বাড়ি, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি এয়ারপোর্টেও হঠাৎ উপস্থিত হয়ে অপর পক্ষকে 'সারপ্রাইজ' দেয়ার কথা প্রায়ই শোনা যায়। এমন দৃশ্য অজস্রবার দেখা গেছে নাটক-সিনেমার পর্দায়ও।
ম্যাকফি-সালমা জুটিও ঠিক তেমনটাই চেয়েছিলেন। কিন্তু বিধি বাম! কে জানত, সারপ্রাইজ দিতে গিয়ে উলটো নিজেরাই 'সারপ্রাইজড' হয়ে পড়বেন!
সিনেমার মতই বাস্তবে চমকপ্রদ ঘটনার জন্ম দিয়েছেন এই প্রেমিক যুগল।
২০১৭ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটির শিক্ষার্থী ম্যাকফি (২৩) তার বৈরুত নিবাসী প্রেমিকা সালমা সাদিকে (২১) চমকে দিতে এই পরিকল্পনা করেন।
সালমার একদিনের জন্য সেদিন প্যারিসে আসার কথা। আর সে একাই ভ্রমণ করছিল। ম্যাকফি ভাবল প্রিয়তমাকে চমকে দেবার এই তো সুযোগ। প্যারিসের চার্লস-ডি-গল বিমানবন্দরে বিমান থেকে নেমেই সালমা সরাসরি ম্যাকফিকে দেখতে পাবেন। আহ! এর চেয়ে রোমান্টিক আর কী হতে পারে!
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে অবশ্য ম্যাকফির সরল স্বীকারোক্তি, " না না...আমি কোন সিনেমা বা রোমান্টিক ড্রামার মত অতশত ভাবি নি তখন "।
যেই ভাবা সেই কাজ! এডিনবার্গ থেকে প্যারিসের টিকিট কিটে ফেললেন ম্যাকফি। 'বোকামত অথচ রোমান্টিক' এই পরিকল্পনার কথা জানিয়ে গেলেন তার রুমমেট এবং বাবাকে।
বৈরুত থেকে প্যারিসগামী ফ্লাইটের সংখ্যা অত্যন্ত স্বল্প। ফলে ট্রানজিটে প্যারিসের এয়ারপোর্টে নেমে প্রথমেই সালমা দেখতে পাবেন ম্যাকফিকে-এটিই ছিল পরিকল্পনায়।
কিন্তু যার জন্য এত আয়োজন তিনি তখন কী করছেন? বিপরীতে ম্যাকফির মত একই রকম 'সারপ্রাইজ ভিজিট' এর পরিকল্পনা সাজাচ্ছেন তখন সালমাও।
ম্যাকফিকে না জানিয়েই সালমা একদিন আগের ফ্লাইটে চেপে আগে এডিনবার্গ যাবার পরিকল্পনা করেন। ইচ্ছে ছিল একটি দিন পুরোপুরি কাটাবেন ভালবাসার মানুষটির সাথে।
দুজনের কারোরই বিন্দুমাত্র ধারণা ছিল না যে, তারা একই সাথে স্কটিশ হাব দিয়ে এডিনবার্গ বিমানবন্দর অতিক্রম করছেন। যে সময় ম্যাকফি বিমানে উঠতে যাচ্ছেন, একই সময় সালমা সেখানে এসে নেমেছে্ন! এডিনবার্গে নামার পরপর যদি সালমা ম্যাকফিকে একটি মেসেজও পাঠাতেন ফোনে, তাহলে ম্যাকফিকে সেদিন আর বিমানে ওঠার ঝক্কিই পোহাতে হত না!
"আমি নিশ্চিত বিমানবন্দরের স্কটিশ হাব অতিক্রমের সময় আমরা দু'জন দু'জনের সামনে দিয়েই হেঁটে গেছি সেদিন", বলেন ম্যাকফি।
ম্যাকফি প্যারিসে পৌঁছে সালমাকে দেখতে পেলেন না; সালমাও এডিনবার্গে নেমে ম্যাকফির দেখা পেলেন না।
তারপর ...সিনেমাতে যেমন হয়… 'ইন্টারভাল'!
এখন সালমা আর ম্যাকফি এক সাথে লন্ডনেই বাস করেন। জুম কলের মাধ্যমে সিএনএনকে দেয়া সাক্ষাতকারে নিজেদের সেই দিনের স্মৃতিচারণ করতে বসেন তারা।
কী হয়েছিল এরপর সেদিন?
সালমা এডিনবার্গে পোঁছে ম্যাকফির রুমমেটদের কাছ থেকে সব জানতে পারেন।
"আমি ভাবলাম তারা আমার সাথে ঠাট্টা করছে….প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না, একটা খারাপ লাগাও কাজ করছিল। কিন্তু পরে মনে হলো, পুরো বিষয়টা আসলে মজার", বলেন সালমা।