টুইটের তুলনা মোনালিসার সাথে!
দু'দিন আগে টুইটারের প্রধান জ্যাক ডরসির প্রথম টুইটটি নিলামে ২৯ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৪ কোটি টাকা।
নিলামে শেষ পর্যন্ত জিতেছেন মালয়েশিয়াভিত্তিক ব্লকচেইন কোম্পানি ব্রিজ ওরাকলের প্রধান নির্বাহী সিনা এসতাভি (২৯)।
২০০৬ সালের ২১ মার্চ জ্যাক ডরসির প্রথম সে টুইটে লেখা ছিল, 'সবে মাত্র আমার টুইটার চালু করলাম"।
এক লাইনের একটা টুইটের দাম কখনো এত হতে পারে কিনা সে নিয়ে বিতর্ক চলছেই। তবে ক্রেতা এসতাভির মতে, এটি ক্রয়ের সিদ্ধান্তটি তার জন্য বেশ বিবেচনাপ্রসূত ছিল।
শুধু তাই নয়, ইতিমধ্যে তিনি একে 'ডিজিটাল সম্পদ' হিসেবে ইতিহাসের অংশ বলে আখ্যায়িত করেন।
"কে জানে আজ থেকে ৫০ বছর পর মানব ইতিহাসের প্রথম টুইটটির দাম কোথায় গিয়ে ঠেকে!"
আরও মজার বিষয় হচ্ছে, নিলাম শেষে তিনি এই টুইটকে বিখ্যাত ইতালীয় চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, 'আমার ধারণা, মোনালিসার মতই অনেক বছর পর একদিন মানুষ এই টুইটের আসল মূল্য অনুধাবন করতে সমর্থ হবে।'
বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী ডিজিটাল মুদ্রা ইথার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এটি ক্রয় করেন তিনি।
এত বছর পর মূলত দাতব্য কাজে অর্থ জোগাতে জ্যাক ডরসি তার প্রথম টুইটটি নিলামে তোলেন।
ডরসির টুইটটি 'নন-ফানজিবল টোকেন' (এনএফটি) হিসেবে বিক্রি হয়েছে। এনএফটিকে বর্তমানে ডিজিটাল সম্পদ হিসেবে গণ্য করা হয়। সাম্প্রতিক সময়ে আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করেছে এনএফটি।
বৈশিষ্ট্যগতভাবে প্রতিটি এনএফটি অনন্য। এটি এককভাবে শুধুই ক্রেতা বা সংগ্রহকারীর অধীনে থাকবে। এর কোন বাহ্যিক আকৃতি নেই এবং কেউ কখনো এনএফটির প্রতিরূপ সৃষ্টি করতে পারবেনা।
বিবিসিকে এসতাভি বলেন, " আমি মনে করি এটি কেবল শুরু। সামনের দিনগুলোতে এর উল্লেখযোগ্য বাজার-চাহিদা তৈরী হতে যাচ্ছে। ডিজিটাল আর্টস এবং ক্রিয়েশনের সমস্ত ধরন যেমন- সংগীত, ফটো, ভিডিও, টুইট এবং ব্লগ পোস্ট সবকিছুই এখন এনএফটি আকারে কেনা সম্ভব"।
এই টুইটকে কেন্দ্র করে তার সহকর্মীরাও অত্যন্ত খুশি বলে জানান এসতাভি। তিনি বলেন, "তারা এই বিশেষ এনএফটির বর্তমান এবং ভবিষ্যত মূল্য জানেন। সামনের দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি কেমন সাড়া ফেলতে যাচ্ছে সে সম্পর্কেও তারা অবগত"।
ভবিষ্যতে এনএফটি আকারে ডিজিটাল কন্টেন্ট বিক্রয়ের প্রবণতা বাড়বে সে ব্যাপারে মত দিচ্ছেন বিশেষজ্ঞরাও।
সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ ক্যাথি হাকল বলেন, "প্রথম টুইট এবং এর স্বত্ব লাভ করাকে যেন কোন বিরল বইয়ের একেবারে প্রথম সংস্করণের সাথে তুলনা করা যায়"।
মার্কিন-ভিত্তিক কোম্পানি সেন্টের মালিকানাধীন 'ভ্যালুয়েবলস' নামক একটি অনলাইন নিলাম প্ল্যাটফর্মের মাধ্যমে জ্যাক ডরসির টুইট বিক্রি হয়েছে। সেন্টের সহ-প্রতিষ্ঠাতা ক্যামেরন হেজাজী বলেন, "এটি এখন পর্যন্ত এ প্ল্যাটফর্মে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের সম্পদ"।