৫৪ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪টি পদে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার এনটিআরসিএ ওয়েবসাইটে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে এমপিওভুক্ত শূন্যপদ ৪৮ হাজার ১৯৯টি। ননএমপিও পদসংখ্যা ৬ হাজার ১০৫টি। এছাড়াও ২ হাজার ২০৭টি এমপিও পদ রিটে অংশগ্রহণ করা নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা ১ এপ্রিল এনটিআরসিএ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নিবন্ধনধারীরা http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ এপ্রিল সকাল ১০টায়, চলবে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।