হেরে গেল বাংলাদেশ
বাংলাদেশের হার সময়ের ব্যাপার হয়ে উঠেছিল। পঞ্চম দিনে সেই সময় লাগলো এক ঘণ্টার চেয়ে একটু বেশি। ২৩ ওভারেই বাংলাদেশের সব লড়াই শেষ। ৫০ রানের মধ্যেই ৫ উইকেটে হারানো বাংলাদেশ ২০৯ রানে হেরে গেছে। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো স্বাগতিক শ্রীলঙ্কা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনে তেমন লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। ৯ রানের ব্যবধানে শেষ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২২৭ রানে অলআউট হয়ে যায় মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া লঙ্কান স্পিনার প্রাভিন জয়াবিক্রমা দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন।
অভিষেক টেস্টেই ১১ উইকেট, যা শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সেরা। কেবল শ্রীলঙ্কারই নয়, অভিষেকে বাঁহাতি স্পিনারদের মধ্যে জয়াবিক্রমার ১১ উইকেটই ম্যাচ সেরা বোলিং। অভিষেক টেস্টে অন্তত ১০ উইকেট নেওয়া ১৬তম বোলার ম্যাচ সেরার পুরস্কার জেতা ২২ বছর বয়সী এই স্পিনার।
মূলত প্রথম ইনিংসেই অর্ধেক ম্যাচ হেরে যায় বাংলাদেশ। ৭ উইকেটে ৪৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৫১ রানে। প্রথম ইনিংসেই ২৪২ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১৯৪ রান তুলে বাংলাদেশের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য দেয় শ্রীলঙ্কা।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উল্টো পথে হাঁটতে থাকে বাংলাদেশ। এই ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরিও পূর্ণ করতে পারেননি। তামিম ইকবাল ২৪ রান করে ফিরলে শুরু হয় ভাঙন। চতুর্থদিন ৪৮ ওভারের মধ্যেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
সাইফ হাসান ৩৪, নাজমুল হোসেন শান্ত ২৬, অধিনায়ক মুমিনুল হক ৩২ ও মুশফিকুর রহিম ইনিংস সেরা ৪০ রান করেন। শেষ দিনে ব্যাটিং করা লিটন দাস করেন ১৭ রান। মেহেদী হাসান মিরাজের ইনিংস থামে ৩৯ রানে। ১৭৮ রান খরচায় ম্যাচে সর্বোচ্চ ১১ উইকেট নেন লঙ্কান স্পিনার জয়াবিক্রমা। রমেশ মেন্ডিস নেন ৬ উইকেট। সুরঙ্গ লকমলের শিকার ২ উইকেট।
হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ
পঞ্চম দিনের শুরুতে দ্রুত দুই উইকেট হারিয়ে আরও কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ। মুমিনুল হকের দলের হার এখন সময়ের ব্যাপার। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনটা বাকি তিন উইকেটে পার করা বা জয়ের পথে এগোনোর পথ খোলা নেই বাংলাদেশের সামনে।
ব্যাট চালাতে জানেন, এমন ক্রিকেটারদের মধ্যে কেবল মেহেদী হাসান মিরাজ টিকে আছেন। ডানহাতি এই অলরাউন্ডার ৩৫ রানে ব্যাটিং করছেন। দলের হার ঠেকাতে ব্যাট হাতে চেষ্টা করে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদও। ৬ রানে ব্যাটিং করছেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ৬৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২২২ রান। জয় থেকে এখনও ২১৫ রান দূরে প্রথম টেস্টে এই মাঠেই দারুণ লড়াই করা বাংলাদেশ।
চতুর্থ দিন থেকেই কোণঠাসা হয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ৪৩৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিক হারায় মুমিনুর হকের দল। ৫ উইকেটে ১৭৭ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
লিটন কুমার দাস ও মিরাজ অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শেষ দিনে মাত্র ৭টি বল খেলতে পেরেছেন লিটন। ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৭ রান করে প্রাভিন জয়াবিক্রমার শিকারে পরিণত হন। এরপর মিরাজকে কিছুটা সময় সঙ্গ দেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার ৩০ বলে ২ রান করে আউট হন।