অষ্টাদশ শতকের কাবা শরিফের দুর্লভ ছবি নিলামে
মধ্যপ্রাচ্যের বিরল কিছু ঐতিহাসিক ছবি নিলামে তুলছে নিউ ইয়র্কের বিখ্যাত সোথেবি'স হাউজ। অনলাইনে সোথেবির ভ্রমণ, মানচিত্র এবং প্রাকৃতিক ইতিহাস শ্রেণিতে এসব ছবির নিলাম অনুষ্ঠিত হবে। ছবিগুলোর মধ্যে ১৭৯১ সালে প্যানারোমিক এঙ্গেলে তোলা পবিত্র কাবা শরীফের একটি ছবিও রয়েছে।
৪৩০ বাই ৮৬৫ মি মি এ বাঁধাইকৃত ছবিটিই সে সময়ের সবচেয়ে বড় ছবি; পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা আরাফাতের পাহাড়ে এসে সমবেত হচ্ছেন -এটিই সে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।
১৭৯১ সালে ইস্তাম্বুলের পেরায় সংঘটিত হওয়া অগ্নিকাণ্ড থেকে মাত্র কয়েকটি কপি ছবি উদ্ধার করা সম্ভব হয়েছিল। এরপর দীর্ঘদিন এগুলো অপ্রয়োজনীয়, অকেজো হিসেবে বিবেচিত হয়ে আসছিল। আজকের দিনে নিলামে এই বিশেষ ছবিটির আনুমানিক মূল্য ধরা হচ্ছে ১২ হাজার থেকে ১৮ হাজার পাউন্ড (১৬,৭০০- ২৫,০০০ ডলারের সমমূল্য)।
১৮শ শতকের প্রখ্যাত তুর্কি কূটনীতিক ইগনেস ডি মুরা'দজা ডি'অহসন এর তত্ত্বাবধানে ছিল ছবিটি।
এর বাইরেও সোথেবিতে মক্কা ও মদিনার বিভিন্ন চিত্র নিলামে তোলা হচ্ছে, যা চলবে এ মাসের ১৩ তারিখ পর্যন্ত।
এ বিরল নিলামে আরও তোলা হবে ফরাসি লেখক এবং আলোকচিত্রী ম্যাক্সিম ডু ক্যাম্পের একটি ফটো বই; এতে মিশরের ১১২টি, জেরুজালেমের ৬টি এবং বালবাকের ৭টি চিত্র রয়েছে।
এই আলোকচিত্রী ১৮৪৯ সালের নভেম্বরে, ২৭ বছর বয়সে মিশর ভ্রমণ করেন। তাকে সঙ্গ দেন ঔপন্যাসিক বন্ধু গুস্তাভ ফ্লবার্ট। উভয়েই সে সময় মধ্যপ্রাচ্য অনুসন্ধানে নেমে পড়েন।
এই ভ্রমণের সময়, ডু ক্যাম্প প্রায় ৬০টি স্মৃতিস্তম্ভ এবং দর্শনীয় স্থানের ২০০ এর অধিক ছবি তোলেন। এর মধ্যে ১২৫টি ছবি প্রকাশের জন্য নির্বাচন করা হয়। নিলামে তোলা বইটিই প্রথম ফরাসী বই যেটির সম্পূর্ণ অংশ ছবি দিয়ে সাজানো হয়েছে।
আরব বিশ্বের প্রতিনিধিত্বকারী আরেকটি এলবামে রয়েছে ১৪৪টি ফটোগ্রাফ; সেসব ছবিতে ১৯০৭ ও ১৯০৮ সালের কায়রোর বিভিন্ন স্মৃতি খুঁজে পাবে দর্শকেরা।
সেখানে আছে স্যার এলডন গর্স্ট (মিশরে ব্রিটিশ কনসাল জেনারেল, ১৯০৭-১১) এবং কায়রোতে অবস্থানকালে উইনস্টন চার্চিলের ছবি; রয়েছে কিসওয়াহ অনুষ্ঠান এবং মোস্তফা কামাল পাশার শেষকৃত্য অনুষ্ঠানেরও ছবি।
এছাড়া এ অনলাইন নিলামে সৌদি আরব, ফিলিস্তিন এবং আরব অঞ্চলের অন্যান্য দেশগুলোর বিভিন্ন পরিবেশনাও উপস্থাপন করা হচ্ছে।
- সূত্র-আরব নিউজ