দেশে ঈদ-উল-ফিতর উদযাপন
এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার (১৪মে) দেশে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
বায়তুল মোকাররম প্রাঙ্গনে সকাল ৭টা, ৮টায় ও ৯টায় ঈদের প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ও ১১টা বাকি দুটি জামাত হবে।
রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে পৃথক বার্তায় জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
এবছর করোনাভাইরাস মহামারির জন্য ভিন্নভাবে ঈদ উদযাপিত হচ্ছে। জনসাধারণকে ঈদগাহ মাঠ ও অন্যান্য উন্মুক্ত স্থান এড়িয়ে চলার এবং স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে সরকার।