প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবারের ঘোষণা করা এই দলে জায়গা হয়েছে ১৫ জন ক্রিকেটারের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজন ক্রিকেটারকে।
আইপিএল খেলার কারণে শ্রীলঙ্কা সফরে ছুটিতে থাকা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ফিরেছেন দলে। ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ডানহাতি এই অলরাউন্ডার ২০১৯ সালে শ্রীলঙ্কায় সর্বশেষ ওয়ানডে খেলেছেন। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে খেলা হয়নি তার। তবে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
প্রাথমিক দলে থাকা নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নাসুম আহমেদ জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবকে। স্ট্যান্ডবাই হিসেবে থাকলেও প্রাথমিক দলে ছিলেন না লেগ স্পিনার বিপ্লব।
স্ট্যান্ডবাই হিসেবে চারজনকে রাখা হলেও বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৯ সদস্যের স্কোয়াডই বলছেন। তিনি বলেন, 'আমরা ১৫ জনের স্কোয়াড দিয়েছি এবং চারজন স্টান্ডবাই। ১৯ জনের এই স্কোয়াডটাই আমরা রেডি করেছি। কারণ কোভিডের মধ্যে বলা যায় না কখন কাকে লাগে। স্ট্যান্ডবাই চারজনও দলের সাথেই থাকবে।'
নিউজিল্যান্ড সফরের হতাশা ঝেরে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমনই প্রত্যাশা প্রধান নির্বাচকের, 'হোম সিরিজে আমরা সব সময়ই ভালো ক্রিকেট খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু হোমে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরাও আত্মবিশ্বাসী।'
সাকিব-মুস্তাফিজরা ফেরায় দলের শক্তি বেড়েছে জানিয়ে মিনহাজুল আবেদীন বলেন, 'সাকিব বা সেরা খেলোয়াড়দের দলে পেলে দল ভালো থাকে। অনুশীলন ম্যাচে তারা খেলেছে। সবাই যদি আত্মবিশ্বাসী থাকে, তাহলে আশা করি খুব ভালো হবে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।'
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ১৬ মে সকালে ঢাকা আসে শ্রীলঙ্কা দল। ১৯ মে থেকে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন শুরু করেছে তারা। দুই দিন অনুশীলনের পর ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটিও।
২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।