মিস ওয়ার্ল্ড হলেন জ্যামাইকান কৃষ্ণকলি
মিস ওয়ার্ল্ড এর সুনীল মুকুট উঠেছে এবার এক জ্যামাইকান কৃষ্ণকলির মাথায়। মিস ওয়ার্ল্ড ২০১৯ নির্বাচিত হয়েছেন জ্যামাইকার টনি অ্যান সিং। লন্ডনে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিজয়ী ঘোষণা করা হয়।
মিস ওয়ার্ল্ডের এবারের আসরে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিলেন নাইজেরিয়া, ব্রাজিল, ভারত, জ্যামাইকা ও ফ্রান্সের প্রতিযোগীরা। তার মধ্যে প্রথম রানারআপ হয়েছে ফ্রান্স ও দ্বিতীয় রানারআপ হয়েছেন ভারতের প্রতিযোগী। বিজয়ী ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন টনি।
২৩ বছর বয়সী টনি স্নাতক করেছেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে। তিনি জানিয়েছেন, তার সব অর্জনের মধ্যে সৌন্দর্যটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। তিনি নারী ও শিশুদের জন্য টেকসই পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে চান।
টনি আরও বলেন, আমরা যদি নারীদের কথা বলি, এটা এমন কিছু পদক্ষেপের বিষয়ে হওয়া উচিত যা তাদের সন্তানদের জীবনের জন্য মূল্যবান ব্যাপার হয়ে উঠবে।
টনির জন্ম জ্যামাইকার মোরা বে অঞ্চলে। নয় বছর বয়সে পরিবারের সঙ্গে চলে আসেন মার্কিন মুলুকে, স্থায়ী হন ফ্লোরিডা রাজ্যে। ২৩ বছর বয়সে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে উইমেন্স স্টাডিজ এবং মনস্তত্ত্ব বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, টনি অ্যান একজন সফল চিকিৎসক হতে চান। এর আগে ক্যারিবিয়ান শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন তিনি। অবসর সময় কাটান গান, রান্না, ভ্লগিং আর ভলান্টিয়ারিং করে।
২০১৯ সালে মিস জ্যামাইকা প্রতিযোগিতায় জয় লাভ করার পর অংশগ্রহণ করেন মিস ওয়ার্ল্ড ২০১৯ প্রতিযোগিতায়। বিশ্ব সুন্দরীর খেতাব জেতা চতুর্থ জ্যামাইকান নারী টনি অ্যান সিং।
এর আগে ১৯৯৩ সালে বিশ্ব সুন্দরীর খেতাব পান লিসা হ্যানা। আর ১৯৬৩ ও ১৯৭৬ সালে জ্যামাইকা থেকে বিশ্ব সুন্দরীর মুকুট জেতে জ্যামাইকা।