করোনার থাবায় স্থগিত মিস ওয়ার্ল্ড ২০২১-এর ফাইনাল
এবার কোভিড-১৯ এর জেরে স্থগিত করে দিতে হয়েছে মিস ওয়ার্ল্ড-২০২১ এর ফাইনাল। জানা গেছে, প্রতিযোগিতার অন্তত ১৭ জন প্রতিযোগী ও কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন মিস ইন্ডিয়া-২০২০ মানাসা বারাণসীও।
অন্যদের মধ্যে যেন করোনা ছড়িয়ে না পড়ে, সেজন্যেই ফাইনাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুয়ের্তো রিকোতে হওয়ার কথা ছিল মিস ওয়ার্ল্ডের ফাইনালের। হঠাৎ নেয়া এ সিদ্ধান্তে বিচলিত আয়োজকরাও। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয় এ ফাইনাল পেছানোর সিদ্ধান্তের কথা। তবে আগামী ৯০ দিনের মধ্যেই তা হবে।
আয়োজকদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, 'প্রতিযোগী, কর্মী, ক্রু ও সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে সাময়িকভাবে মিস ওয়ার্ল্ড-২০২১ এর পুয়ের্তো রিকোতে ফাইনাল পিছিয়ে দেওয়া হচ্ছে।'
চলতি বছরে মিস ইউনিভার্সের আসরে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় প্রতিযোগী হারনাজ সান্ধু। ২১ বছর পর মুকুট এসেছে ভারতে। এর আগে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড জেতেন মানুষী চিল্লার। ২০২০ সালে মহামারির জন্য স্থগিত রাখা হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতা।