মারা যাননি, জানালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড
নিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কোন অবস্থার মধ্যে পড়ে যেতে হয়, সেই অভিজ্ঞতা ভালোমতোই হয়েছে ইয়াসির শাহর। গত বছরের মে মাসে একটি বিমান দুর্ঘনার পর পাকিস্তানের এই লেগ স্পিনারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে ইয়াসির শাহকে পোস্ট দিয়ে জানাতে হয়েছিল তার সুস্থতার কথা।
একই রকম ঘটনা ঘটেছে ক্রিশ্চিয়ান পাভনের সঙ্গে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে চরম বিরক্ত মেসি-আগুয়েরোদের এই সতীর্থকেও সামজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজের জীবিত থাকার খবর নিশ্চিত করতে হয়েছে। মারা যাননি, এটা প্রমাণ করতে যোগোযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন পাভন।
যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় পাভন মারা গেছেন, হঠাৎ-ই এমন খবর ভাইরাল হয়ে যায়। এমন গুজব পাভনের চোখে পড়তে দেরি হয়নি। পরে এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন ২০১৮ বিশ্বকাপে মেসি-ডি মারিয়াদের সঙ্গে খেলা এই ফরোয়ার্ড।
বোকা জুনিয়র্সের তারকা এই ফুটবলার তার পোস্টে লিখেছেন, 'তাদের কি নূন্যতম কাণ্ডজ্ঞান নেই? নিজেদের নিয়ে ভাবো, যাও। অন্যদের পেছনে লেগে থেকো না। আমার পরিবারের সবাই আমার জন্য চিন্তিত। এসব দেখে একেবারেই আমার ভালো লাগছে না।'
কেবল এই ঘটনাই নয়, ক্যারিয়ারসহ আরও কিছু কারণে সময়টা ভালো যাচ্ছে না পাভনের। আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন বেশ আগেই। বোকা জুনিয়র্সেও তার জায়গা হচ্ছিল না। গত মৌসুম ধারে আমেরিকার ক্লাব এলএ গ্যালাক্সিতে খেলা পাভন এবার আবার বোকা জুনিয়র্সে ফিরেছেন। এরআগে ধর্ষণ মামলা হয়েছিল তার বিরুদ্ধে। গত মার্চের সেই ঘটনায় আদালত পর্যন্ত যেতে হয়েছিল তাকে।