ব্রাজিলের সেই পাগল ভক্তের সঙ্গে দেখা করতে চান মেসি
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই রোমাঞ্চকর লড়াই। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই থেকে কখনও কখনও যুদ্ধের ঝাঁঝও ছড়ায়। ঐতিহাসিক এই লড়াই নিয়ে গোটা দুনিয়া দুই ভাগে হয়ে পড়ে। নিজ দেশকে সমর্থন জানাতে কী-ই না করে দুই দেশের ফুটবল পাগল ভক্তরা। তবে এর মাঝেও থাকে ব্যতিক্রম। লিওনেল মেসির জন্য যেমন পাগল ব্রাজিলিয়ান এক ভক্ত।
চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড় হলেও মেসিকে নিয়ে আবেগ-ভালোবাসার শেষ নেই তার। প্রিয় ফুটবলারকে ভালোবাসা জানাতে নিজের পুরো পিঠজুড়ে মেসির ট্যাটু এঁকেছেন তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঐতিহাসিক সেই ম্যাচে গোলের পর বার্সেলোনার জার্সি খুলে মেসির উদযাপনের দৃশ্যটি তার পিঠজুড়ে আঁকা।
আর্জেন্টাইন ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ব্রাজিলিয়ান এই ভক্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর বিষয়টি নজরে আসে মেসির। ব্রাজিলিয়ান ভক্তের ভালোবাসায় অবাক মেসি। টিওয়াইসি স্পোর্টসের পোস্টের নিচে কমেন্ট করে আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছেন, ব্রাজিলিয়ান এই ভক্তের সঙ্গে দেখা করে তাকে অটোগ্রাফ দিতে চান তিনি।
ব্রাজিলিয়ান ভক্তের পিঠের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে টিওয়াইসি স্পোর্টস লিখেছে, 'মেসির ট্যাটুর অনুসন্ধান পাওয়া গেছে, যা তার পিঠের পুরোটা জুড়ে রয়েছে।' এই পোস্টে আর্জেন্টাইন অধিনায়ক কমেন্ট করে লিখেছেন, 'অসাধারণ ট্যাটু, খুব ভালো লেগেছে। আমি ট্যাটুটা দেখতে চাই এবং তাতে স্বাক্ষর করতে চাই।'
আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচে ব্রাজিলিয়ান এই মেসি ভক্তের দেখা মেলে। মেসির নাম ও নম্বর ১০ লেখা আর্জেন্টিনার জার্সি পরে মেসিদের সমর্থন দিতে মাঠে যান তিনি। পুরো ম্যাচে মেসি ও আর্জেন্টিনার জন্য গলা ফাটান তিনি। প্রিয় ফুটবলারের দল ১-০ গোলে জেতায় খুশি মনেই মাঠ ছাড়ছিলেন ব্রাজিলিয়ান এই ভক্ত। এমন সময় টিওয়াইসি ক্যামেরায় ধরা পড়েন তিনি। এ সময় জার্সি তুলে পিঠে আঁকা মেসির ট্যাটু দেখান এই ভক্ত।
ব্রাজিলিয়ান এই ভক্তের ছবি ছড়িয়ে পড়েছে সবখানে। অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। যদিও মেসির এই ভক্ত বিষয়টিকে স্বাভাবিকভাবেই বর্ণনা করছেন। তার ভাষায়, 'আমি মেসির একজন বড় ভক্ত। এটাকে অনেকে পাগলামি বললেও মেসির কারণে এটা আমার কাছে খুবই স্বাভাবিক।'