রান পাহাড় গড়ে মোহামেডানকে হারাল আবাহনী
চলতি ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আগের সাক্ষাতে আবাহনী-মোহামেডান ম্যাচ থেকে উত্তজনা ছড়িয়েছিল। যদিও সেটা ব্যাট-বল থেকে ছিল না, সাকিব আল হাসানের স্টাম্পে লাথি দেওয়া, স্টাম্প তুলে আছাড় মারা নিয়ে নিয়ে হট্টগোল অবস্থা হয়েছিল। অনেক ঘটনার পর একপেশে ম্যাচে জিতেছিল মোহামেডান। ঐতিহ্যবাহী দল দুটির দ্বিতীয় লড়াইও হলো পানসে। রান পাহাড় গড়ে মোহামেডানকে হারাল আবাহনী।
রোববার মিরপুরে সুপার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। দারুণ জয়ে সুপার লিগ শুরু হলো মুশফিকুর রহিমের দলের, সঙ্গে আগের হারের শোধটাও নেওয়া হলো।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে আবাহনী। শুরু থেকেই দাপুটে ব্যাটিং করা দলটি গড়ে রান পাহাড়। ৭ উইকেটে ১৯৩ রান তোলে তারা। যা চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। অধিনায়ক মুশফিক মাত্র ৩২ বলে ৮টি চার ও একটি ছক্কায় ইনিংস সেরা ও অপরাজিত ৫৭ রান করেন।
এ ছাড়া পুরো আসরে ব্যাট হাতে শাসন করে আসা আবাহনীর ওপেনার মুনিম শাহরিয়ার ৪৩, নাজমুল হোসেন শান্ত ২৭, নাঈম শেখ ২৪ ও মোসাদ্দেক হোসেন সৈকত ১৪ রান করেন। ৩টি করে করে উইকেট নেন মোহামেডানের রুয়েল মিয়া ও আসিফ হাসান।
জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকা মোহমেডানের ইনিংস থামে ৭ উইকেটে ১৩৩ রানে। বাঁহাতি পেসার আবু হায়দার রনি ৪২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৫৩ রান করেন। এ ছাড়া ইরফান শুক্কুর ২৭ ও মাহমুদুল হাসান ৩৭ রান করেন। ২টি করে উইকেট নেন আবাহনীর মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন।