মেজাজ হারিয়ে শাস্তি পেলেন মাহমুদউল্লাহ
আম্পায়ারের সিদ্ধান্তে অসেন্তাষ জানানো ও মাঠে অশোভন আচরণ করায় শাস্তি পেতে হলো মাহমুদউল্লাহ রিয়াদকে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়কের বিপক্ষে লেভেল-২ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন রকিবুল হাসান নিজেই। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে একটি আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে মাহমুদউল্লাহ যে আচরণ করেন, সেটাকে কোনোভাবেই ক্রিকেটীয় বলার সুযোগ নেই। আবেদনে সাড়া পেয়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ হতাশা ঝারলেন একেবারেই শিশুসুলভ ভঙ্গিমায়। মাটিতে 'গড়াগড়ি' খেতে দেখা যায় তাকে।
ঘটনাটি ১৬তম ওভারের, জয়ের জন্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দরকার তখন ২৮ বলে ৩৯ রান। ব্যাটসম্যান অলোক কাপালির বিপক্ষে বোলিং করছিলেন গাজীর স্পিনার নাসুম খান। তার একটি শর্ট বল হাল্কা টার্ন করে উইকেটরক্ষকের গ্লাভসে পৌঁছায়। কট বিহাইন্ডের জন্য জোরালো আবেদন করে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। স্লিপ থেকে দৌড়ে এসে আবেদনে অংশ নেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
বোলার নাসুম, আরিফুল হক, উইকেটরক্ষক আকবর আলী ও মাহমুদউল্লাহ আম্পায়ারের সামনে দাঁড়িয়ে আবেদন করে যাচ্ছিলেন। আরিফুল ছাড়া সবাই তখন হাঁটু গেড়ে বসা। দীর্ঘক্ষণ আবেদনের পরও আম্পায়ার মাহফুজুর রহমান লিটু কোনো ছিলেন নীরব। জোরালো আবেদনেও তার সিদ্ধান্ত বদলায়নি।
আম্পায়ারের সাড়া না পেয়ে মেজাজ হারিয়ে ফেলেন মাহমুদউল্লাহ, শিশুসুলভ আচরণ করতে থাকেন তিনি। আকাশে হাত ছোড়ার পর ক্ষোভ ঝেড়ে মাটিতে দুটি ঘুষি দেন তিনি। এরপর পাশের উইকেটে গড়াগড়ি খেতে দেখা যায় তাকে। প্রচন্ড হতাশা প্রকাশ করে মাথায় হাত রেখে নিজের ফিল্ডিং পজিশনে ফিরতে থাকেন তিনি। ফিল্ডিং শজিশনে গিয়ে বসে পড়েন গাজীর অধিনায়ক। আম্পায়ার খেলার শুরু করতে বললেও উঠছিলেন না মাহমুদউল্লাহ। হাত দিয়ে বোলারকে আটকে মাহমুদউল্লাহকে উঠে দাঁড়াতে বলছিলেন আম্পায়ার।
এবারের লিগেই এরআগে শাস্তি পান সাকিব আল হাসান ও সাব্বির রহমান। ম্যাচ চলাকালীন স্টাম্পে লাথি দেওয়া, স্টাম্প তুলে আছাড় মারা এবং আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানার শাস্তি পান সাকিব। ইলিয়াস সানিকে ঢিল ছুঁড়ে মারা ও বর্ণবাদী গালি দেওয়া সাব্বিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।