টিবিএস ট্রান্সফার রাউন্ড-আপ: ক্লাব ফুটবলে কে কোথায় যাচ্ছেন?
২০২০ সালের ইউরোর পরপরই জ্যাক গ্রিলিশকে নিজেদের দলে আসার জন্য আনুষ্ঠানিক অফার দিয়েছিলো ম্যানচেস্টার সিটি; অন্যদিকে অ্যাস্টন ভিলাও দলের অধিনায়কের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল।
ইএসপিএন সূত্র বলছে, জ্যাক গ্রিলিশকে কেনার ব্যাপারে অ্যাস্টন ভিলার সাথে ম্যানসিটির ১০০ মিলিয়ন পাউন্ডের চুক্তি প্রায় সম্পন্ন।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই ইংল্যান্ডের ট্রান্সফার উইন্ডোর ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ার পথে। কারণ, এবারের চুক্তির টাকার অংক ২০১৬ সালে পল পগবার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের দেওয়া ৮৯ মিলিয়ন পাউন্ডের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।
যদিও ম্যানসিটি গ্রিলিশকে সাইন করানোর ব্যাপারে প্রায় নিশ্চিত, কিন্তু তাদের লক্ষ্য এই গ্রীষ্মে একজন স্ট্রাইকারকে আনা। আর এক্ষেত্রে তাদের পছন্দ তালিকার শীর্ষে আছে হ্যারি কেইন এবং আর্লিং হালান্ড এর নাম।
চলতি সপ্তাহেই টটেনহামের স্ট্রাইকার হ্যারি কেইনের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব করেছে ম্যানসিটি।
গ্রিলিশ এবং কেইন দুজনেই বর্তমানে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য ইউরো ২০২১ ভেন্যুতে আছেন। আগামী মঙ্গলবার ওয়েম্বলেতে রাউন্ড অফ সিক্সটিনে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে জার্মানি।
ভারানের জন্য এখনও প্রস্তাব পায়নি রিয়াল মাদ্রিদ:
বিশ্বকাপজয়ী খেলোয়াড় রাফায়েল ভারানের দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের নজর রয়েছে বলে জোর গুঞ্জন শোনা গেলেও; স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ দাবি করেছেন, তিনি এখনো ভারানের ব্যাপারে কোনো প্রস্তাব পাননি।
স্থানীয় গণমাধ্যম এল ট্রানজিস্টরকে পেরেজ বলেন, "ভারানের রিয়াল ছাড়ার ব্যাপারে শুধু খবরের কাগজেই পড়ি, আমি নিজে এখনো কিছুই জানি না। সে এখন ইউরোতে খেলছে তাই আমরা এখনো তার সাথে কথা বলিনি। তার সঙ্গে আমাদের চুক্তির আরও এক বছর বাকি আছে এবং আমরা তার ব্যাপারে কোনো প্রস্তাবও পাইনি। তিনি একজন সত্যিকার ভদ্রলোক, তিনি থাকতে চাইলে থাকবেন; না চাইলে থাকবেন না।"
বার্সাতেই থাকছেন মেসি:
এই গ্রীষ্মেই বার্সা ছাড়তে পারেন-এমনটা বলার এক বছরেরও কম সময়ের মাথায় লিওনেল মেসি বার্সার সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন বলে জানিয়েছে দ্য টাইমস।
গত মাসে প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বলেছিলেন, মেসির বার্সার সাথে নতুন চুক্তি করার ব্যাপারে তিনি বেশ আশাবাদী।
মেসির দলবদলের গুঞ্জনের সাথে জড়িয়ে আছে ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট জার্মেইন এর নাম। গত ডিসেম্বরে মেসি জনান, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্তে আসবেন না।
স্পারস এর নেতৃত্বে আসছেন নুনো:
সাবেক উলভস বস নুনো এবার টটেনহামের দায়িত্ব নিতে যাচ্ছেন, এমনটাই দাবি বিবিসি স্পোর্টস এর।
এভারটনে নিজের সময় ফুরিয়ে আসছিলো এই পর্তুগিজ কোচের। কিন্তু, স্পারস এর নতুন কোচ নিয়োগের তাগিদই ৪৭ বছর বয়সী নুনোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।
ঝাকা'র চুক্তি নিয়ে আলোচনায় রোমা এবং আর্সেনাল:
সিরি এ'র ট্রান্সফার উইন্ডো নিয়ে ইতালীয় ফুটবল নিউজ সাইট ক্যালসিওমার্কাতো জানিয়েছে, গ্রানাইট ঝাকা'র দল পরিবর্তন নিয়ে রোমা ও আর্সেনালের মধ্যে চলছে বিস্তারিত আলোচনা।
দুই পক্ষই এই মিডফিল্ডারের ব্যাপারে ১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি'তে রাজি হয়েছে। এই মুহূর্তে তারা অ্যাড-অন কাঠামো নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
হোয়াইট এর জন্য ৫০ মিলিয়নের চুক্তির পথে আর্সেনাল:
ডিফেন্ডার বেন হোয়াইটকে কিনতে ব্রাইটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আর্সেনাল।
স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, গত সপ্তাহে হোয়াইটের জন্য আর্সেনালের দেওয়া ৪০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ব্রাইটন। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত ৫০ মিলিয়ন পাউন্ডে শেষ হবে হোয়াইটের চুক্তি।
ব্রাইটন জনসম্মুখে নিজেদের দাবি উল্লেখ না করলেও, ক্লাব মালিক টনি ব্লুম জানিয়েছেন, হোয়াইট চলে যেতে চাইলে তিনি বাধা দেবেন না। তবে এর জন্য চুক্তির শর্ত পূরণ হতে হবে।
এভারটনের কোচ হওয়ার দ্বারপ্রান্তে রাফায়েল বেনিতেজ:
টকস্পোর্ট সূত্র জানিয়েছে, এভারটনের নতুন ম্যানেজার হওয়া থেকে সামান্য একটু দূরে আছেন রাফায়েল বেনিতেজ।
সাবেক লিভারপুল বসও এ সপ্তাহের মধ্যেই নতুন চুক্তিতে রাজি হয়ে যেতে পারেন।
তবে এভারটনের এই চুক্তি নিয়ে বিতর্কও আছে। ধারণা করা হচ্ছে, ক্লাবের মালিক ফরহাদ মশিরি সমর্থকদের মনোভাব বুঝতে সময় নিচ্ছেন। কারণ, সাবেক লিভারপুল প্রধানের দিকে হাত বাড়াতেই প্রাথমিকভাবে সমর্থকদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া পেয়েছেন তারা।