মাশরাফিকে ছাড়িয়ে সবার উপরে সাকিব
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো স্পিনার এতোটা দাপট দেখাতে পারেননি। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বিপাকে ফেলা তার বাঁহাতের খেল। তার মাথায় সেরার মুকুট উঠবে, সেটাই তো স্বাভাবিক। স্পিন ঘূর্ণিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়ে আসা সাকিব আল হাসান শুক্রবার হয়ে গেলেন ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২ উইকেট নিয়ে শীর্ষে থাকা মাশরাফি বিন মুর্তজাকে ছুঁয়েছিলেন সাকিব। তৃতীয় ওয়ানডেতে উইকেট না পাওয়ায় রেকর্ডটি নিজের করে নেওয়া হয়নি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্রেন্ডন টেলরের উইকেট নিয়ে দেশের সফলতম পেসার ও সাবেক ওয়ানডে অধিনায়ককে ছাড়িয়ে গেলেন সাকিব। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দীর্ঘদিন শীর্ষে ছিলেন মাশরাফি। সাকিবকে জায়গাটা ছেড়ে দিতে হলো তাকে।
জাতীয় দলের হয়ে ২১৪টি (চলতি ম্যাচসহ) ওয়ানডে খেলা সাকিবের উইকেট এখন ২৭০টি। ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট পাওয়া মাশরাফি নেমে গেলেন দুইয়ে। যদিও আন্তর্জাতিক ওয়ানডে উইকেটে মাশরাফি ও সাকিব; দুজনের উইকেটই এখন ২৭০টি। এশিয়া একাদশের হয়ে একটি উইকেট নিয়েছেন মাশরাফি।
সাকিব ছাড়িয়ে গেলেও মাশরাফি একটি জায়গায় এখনও সেরা। বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে ২০০ এর বেশি উইকেটের মালিক তিনি। পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি রুবেল হোসেনের চেয়ে অনেক এগিয়ে মাশরাফি। ১০৪ ওয়ানডে খেলা রুবেলের উইকেট ১২৯টি। পেসারদের মধ্যে এরপরই আছেন ১২৪ উইকেটের মালিক মুস্তাফিজ।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেটে নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার তিন নম্বরে আছেন বর্তমানে বিসিবির নির্বাচকের দায়িত্বে থাকা সাবেক এই ক্রিকেটার।
এরপর যথাক্রমে চার ও পাঁচ নম্বরে রুবেল ও মুস্তাফিজ। ১১৯ উইকেটের মালিক সাবেক স্পিনার মোহাম্মদ রফিক এখনও ছয় নম্বরে। দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের শিকার ৭৬ উইকেট, তিনি সাত নম্বরে।