ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৭ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও জালিয়াতি এবং অস্ত্র ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৭ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও জালিয়াতি জন্য ৬৩ জনকে এবং অস্ত্র ও মাদকের সংশ্লিষ্টতার জন্য চারজনকে বহিষ্কার করা হয়।
এছাড়াও ছিনতাইয়ের অভিযোগে ১৩ জনকে সাময়িক এবং সাংবাদিকদের মারধরের কারণে দু’জনকে ছয় মাস করে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আগামী সাত দিনের মধ্যে এসব শিক্ষার্থীরকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এ নিয়ে জালিয়াতির ঘটনায় আজীবন বহিষ্কার হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭৮ জনে দাঁড়াল।
গত বছরের ২৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাবির ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ সিআইডি। পরে ২৬ জুন প্রশ্নপত্র ফাঁসের মামলায় ৭৭ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী।
এ ঘটনায় জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বাকিদের কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়। তাদের নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই ৬৩ জনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।