নেত্রকোনায় টিকা না পেয়ে বিক্ষোভ, স্বাস্থ্যকর্মীকে মারধর, যুবক আটক
করোনাভাইরাসের টিকা না পেয়ে বিক্ষোভ প্রদর্শনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপারকে মারধর ও চেয়ার-টেবিল ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত নূরুল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম স্থগিত করা হয়। তবে দ্বিতীয় ডোজের টিকাদান চালু রয়েছে। কিন্তু ওইদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশকিছু লোক প্রথম ডোজের টিকা নিতে আসেন। তখন স্বাস্থ্য কমপ্লক্সের কর্মচারীরা প্রথম ডোজের কার্যক্রম স্থগিত রাখার কথা জানালে তারা উত্তেজিত হয়ে পড়েন।
এ সময় বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের নূরুল আমিন নামে এক যুবক টিকা নিতে আসা লোকজনকে সংগঠিত করে টিকাকেন্দ্রের সামনেই আপত্তিকর স্লোগান দেওয়াসহ বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে তারা স্বাস্থ্য কমপ্লেক্সের চেয়ার-টেবিলও ছুঁড়ে মারতে থাকেন।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মির্জা আতাউর রহমান বাধা দিলে তাকেও মারধর করেন নূরুল আমিন। খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ গিয়ে তাৎক্ষণিক তাকে আটক করে।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, 'এ ব্যাপারে স্টোরকিপার আতাউর রহমান জুয়েল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি অনভিপ্রেত। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে টিকাদান কার্যক্রম পরিচালনা করছি।'
এদিকে আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, 'ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় থানার কয়েক পুলিশ সদস্য কর্তব্যরত ছিলেন। তারা ঘটনাস্থল থেকেই নূরুল আমিনকে আটক করেছেন। নূরুল আমিন রড-সিমেন্টের ব্যবসা করেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'