জার্মানিতে নার্সের বিরুদ্ধে কোভিড ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন দেওয়ার অভিযোগ
উত্তর জার্মানিতে পুলিশি তদন্ত চালিয়ে দেখা গেছে যে, রেডক্রসের একজন নার্স মানুষের শরীরে কোভিড ভ্যাকসিনের বদলে স্যালাইনের ইনজেকশন দিয়ে থাকতে পারেন। ফলে হাজার হাজার মানুষকে ভ্যাকসিনের আরেকটি ডোজ নেওয়ার আবেদন করেছে সেখানকা কর্তৃপক্ষ।
বসন্তের প্রথম দিকে সাগরের উত্তর উপকূলের কাছে অবস্থিত ফ্রিসল্যান্ড জেলার একজন নার্সকে এ বিষয়ে সন্দেহ করা হয়। তার টিকা কেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা মানুষের শরীরে তিনি ভ্যাকসিনের বদলে লবণাক্ত দ্রবণের ডোজ দেন বলে ধারণা করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার আট হাজার ৬০০ জন বাসিন্দার কাছে পুনরায় ভ্যাকসিনের ডোজ নেওয়ার আবেদন জানায়। এ ঘটনার পর স্থানীয় কাউন্সিলর সোভেন অ্যামব্রোসি ফেসবুকে বলেন, "আমি এ ঘটনায় পুরোপুরি হতবাক।"
যদিও স্যালাইনের দ্রবণ মানুষের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু গত মার্চ ও এপ্রিলে যখন এ ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে তখন টিকা নেওয়া বেশিরভাগ মানুষই ছিলো বয়স্ক। এসকল মানুষের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকার ফলে এ ঘটনার পর তারা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
এর আগে জার্মান মিডিয়ার এক সংবাদ সম্মেলনে পুলিশের তদন্তকারী পিটার বিয়ার বলেছিলেন, সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে সেখানে "বিপদের একটি যুক্তিসংগত সন্দেহ" ছিল।
তবে, নাম প্রকাশ না করা ওই নার্সের উদ্দেশ্য স্পষ্ট নয়। যদিও সামাজিক মাধ্যমে দেয়া পোস্টের মাধ্যমে তিনি ভ্যাকসিন সম্পর্কে সন্দেহজনক মতামত প্রকাশ করেন বলে জানায় পুলিশের তদন্তকারীরা।
তাছাড়া, এ ঘটনায় সন্দেহভাজন নার্সকে গ্রেপ্তার করা হয়েছে নাকি অভিযুক্ত করা হয়েছে সেটি স্পষ্ট নয়। এনডিআরের তথ্য অনুযায়ী, তাকে একটি বিশেষ ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে যারা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অপরাধের তদন্ত করে থাকে। এক্ষেত্রে স্থানীয় পুলিশ তাদের কাজের সময়ের বাইরে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
সূত্র: দ্য গার্ডিয়ান