চার মাস পর চট্টগ্রাম থেকে চালু হলো ওমান এয়ারের আন্তর্জাতিক ফ্লাইট
করোনা পরিস্থিতিতে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে ফের চালু হয়েছে ওমান এয়ারের ফ্লাইট। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ২৮৫ আসনের ওমান এয়ারের বোয়িং বিমান ধারণ ক্ষমতার ৬৫ ভাগ যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাসকট আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক ফরহাদ হোসেন খান টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওমান এয়ারের বিমানটি শনিবার সকাল সোয়া আটটায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
এয়ার গ্যালাক্সি লিমিটেডের চট্টগ্রাম অফিসের প্রধান কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে ওমানের সর্বশেষ ফ্লাইট ছিল চলতি বছরের ১১ এপ্রিল। ওমান এয়ার চট্টগ্রাম থেকে সপ্তাহে ১টি এবং ঢাকা থেকে সপ্তাহের তিন দিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে। চট্টগ্রাম থেকে যাত্রী চাহিদার উপর ভিত্তি করে আরো একটি ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা আছে ওমান এয়ার কর্তৃপক্ষের।
চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, ওমান এয়ার ছাড়াও ইউএস বাংলার ফ্লাইট সপ্তাহের তিনদিন চট্টগ্রাম-মাসকট রুটে যাত্রী পরিবহন করছে। এছাড়া বাংলাদেশ বিমান দুবাই থেকে চট্টগ্রামে সপ্তাহের দুই দিন যাত্রী পরিবহন করে। তবে চট্টগ্রাম থেকে এখনও দুবাইমুখী যাত্রী পরিবহন করছে না সংস্থাটি।
এর পাশাপাশি এয়ার এরাবিয়া শারজাহ থেকে সপ্তাহের তিন দিন চট্টগ্রামে যাত্রী পরিবহন করছে। এই বিমান সংস্থাটিও চট্টগ্রাম থেকে শারজায় যাত্রী পরিবহন শুরু করেনি। তবে যাত্রী পরিবহন না করলেও ফিরতি পথে সবজি নিয়ে যায় বিমান সংস্থাগুলো।