দীর্ঘদিন পর মাঠে ফিরলেন তামিম
অবশেষে অপেক্ষা ফুরালো তামিম ইকবালের। দীর্ঘদিন পর চিরচেনা সবুজ গালিচায় ফিরলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। হাঁটুর চোট কাটিয়ে ওঠার পর এই প্রথম অনুশীলন করলেন তিনি। বাঁহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান রোববার মিরপুরে নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন। নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তুতি হিসেবে তামিমের মাঠে ফেরা।
হাঁটুর চোটের কারণে ঘরোয়া-আন্তর্জাতিক অনেকগুলো ম্যাচ খেলা হয়নি তামিমের। গত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগ পর্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া তামিম জিম্বাবুয়ে সফরে সব ম্যাচ খেলেননি। একমাত্র টেস্টে বিশ্রামে থাকেন দেশসেরা এই ওপেনার।
যদিও জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ খেলেন তামিম। পরে টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে (তিন ফরম্যাট মিলিয়ে) বাংলাদেশের সর্বোচ্চ ২৪টি সেঞ্চুরির মালিক বাঁহাতি এই ব্যাটসম্যান।
তখন তামিম নিজেই জানান, ফিট হয়ে উঠতে তার ৮-১০ সপ্তাহ সময় লাগবে। বিসিবির চিকিৎসকরাও একই তথ্য দিয়েছিলেন। সঙ্গত কারণেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা হয়নি তামিমের। ফিরতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও।
এরপরও তাকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু দীর্ঘদিন সংক্ষিপ্ততম এই ফরম্যাটে না খেলা ও অনুশীলনের ঘাটতির কারণে নিজে থেকেই সরে দাঁড়ান তামিম, পরে তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়।
জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও বসে থাকবেন না তামিম। নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তিনি। এ জন্য ইতোমধ্যে অনাপত্তিপত্র নিয়ে রেখেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
আসরটিতে অংশ নিতে আগামী ২৩ সেপ্টেম্বর নেপাল যাওয়ার কথা তামিমের। নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগটি শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ১৫ দিনের আসরটির পর্দা নামবে ৯ অক্টোবর।