‘বার্সার ট্রেনিংয়ে মেসি ছিলেন স্বৈরশাসক’
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় দেড় মাস হয়ে গেছে। এখনও দলের শীর্ষ তারকাকে ছাড়া, মানিয়ে নিতে পারছে না কাতালান ক্লাবটি। নতুন মৌসুম শুরুও করেছে বাজেভাবে।
মেসি-পরবর্তী সময় নিয়ে আলোচনা করতে গিয়ে বার্সা ম্যানেজার রোনাল্ড কোমান জানালেন, ট্রেনিংয়ে মেসি ছিলেন একজন 'স্বৈরশাসক'। ন্যু ক্যাম্পে সবাইকে অতিরিক্ত ঘাম ঝরাতে বাধ্য করতেন এই আর্জেন্টাইন। মেসির উপস্থিতিতেই অনুশীলনের তীব্রতা বেড়ে যেতো বলে জানিয়েছেন কোমান।
ভিয়েতবল ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা ম্যানেজার বলেন, "লিওনেল মেসি সবকিছুতেই নিজের ছাপ রেখেছে। সে অনেক ভালো (খেলোয়াড়) ছিল এবং (শিরোপা) জিতেছেও অনেক।
"অবশ্যই তার চারপাশে ভালো খেলোয়াড় ছিল, তবে পার্থক্য কিন্তু সে-ই তৈরি করেছে। তার কারণে তার আশেপাশের সবাইকে ভালো মনে হয়েছে। এটা কোনো সমালোচনা নয়, পর্যবেক্ষণ।"
"আমি জানতাম সে কতটা দুর্দান্ত, কিন্তু প্রতিদিন সেটা সামনে থেকে দেখতে পেরে ভালো লেগেছে। আপনি একজন ফুটবলারকে যা কিছু শেখাতে চাইবেন- পরিস্থিতি বুঝতে পারা, চাপের সময় নিজের পায়ে বল নেওয়া, বলের গতি, ফিনিশিং; সবকিছুতেই মেসি দশে-দশ। যেটা স্বাভাবিক না, মোটেই স্বাভাবিক না!"
"ট্রেনিংয়ে যখন আমরা ফিনিশিং প্র্যাকটিস করতাম, তখন মাঝে মাঝে এমন হতো, খেলোয়াড়রা সহজ বল মারতে শুরু করতো, ফাজলামো করতো। কিন্তু মাঠে মেসি থাকলে, সবকিছু একেবারে বুম, বুম, বুম। কোনো ঢিলেমি থাকবে না, সবকিছু কার্যকর থাকবে। সে সবসময় সবকিছু জিততে চেয়েছে।"
কোমান আরও জানান, অনুশীলন চলাকালে প্রত্যেকটি ড্রিল খুবই গুরুত্বের সঙ্গে পালন করতেন মেসি। কোনো ড্রিলে পিছিয়ে পড়া বা অনুশীলন ম্যাচে হারাকে, সহজভাবে নিতেন না এই আর্জেন্টাইন।
এ কারণে মেসিকে মজা করে 'স্বৈরশাসক' খেতাবই দিয়ে বসলেন কোমান।
কোমান এ কথাও স্বীকার করেছেন যে, বর্তমানে মেসির অনুপস্থিতি ভালোভাবেই অনুভূত হচ্ছে ন্যু ক্যাম্পে। আনসু ফাতির মতো অনেক খেলোয়াড়ের অনুশীলনেই এখন আর সেই তীব্রতাটুকু নেই, যেটা মেসি থাকাকালে ছিল।
- সূত্র: গোল ডটকম