এক কোম্পানির পাঁচ শতাধিক কর্মীই এখন 'কোটিপতি'
সফটওয়্যার ফার্ম ফ্রেশওয়ার্কস গত বুধবার একশ কোটি মার্কিন ডলারের প্রাথমিক পাবলিক অফারের (আইপিও) পর নাসডাক স্টক এক্সচেঞ্জে আত্মপ্রকাশ করেছে। এর মাধ্যমে প্রথম ভারতীয় পরিষেবাভিত্তিক সফটওয়্যার এন্টারপ্রাইজ হিসেবে স্বনামধন্য নিউইয়র্কভিত্তিক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে কোম্পানিটি।
এই আইপিও আবেদনের পর ফ্রেশওয়ার্কসের স্টক শেয়ার বেড়েছে ৩২ শতাংশ। বুধবার নিউইয়র্কে ট্রেডিং বন্ধ হওয়ার সময়ে এই আইটি কোম্পানির শেয়ার দাঁড়িয়েছিল ৪৭.৫৫ ডলারে, যার বাজার মূল্য প্রায় ১৩০০ কোটি মার্কিন ডলার। সে কারণে কোম্পানিটির ভারতভিত্তিক ৫০০ জনেরও বেশি কর্মচারী এক লাফে "কোটিপতি" বনে গেছেন। এই পাঁচ শতাধিক কর্মীর মধ্যে ৭০ জনের বয়সই ৩০-এর কম।
টুইটারে ফ্রেশওয়ার্কসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা গিরিশ মাথরুবুথাম কোম্পানির নাসডাকে আত্মপ্রকাশকে একটি "স্বপ্ন পূরণ" হিসেবে বর্ণনা করেছেন।
টুইট বার্তায় তিনি বলেন, "ত্রিচিতে সাদাসিধেভাবে শুরু করা থেকে নাসডাকে ঘণ্টা বাজানো, এই স্বপ্ন যাত্রায় বিশ্বাস করার জন্য আমাদের সকল কর্মচারী, গ্রাহক, অংশীদার এবং বিনিয়োগকারীদের ধন্যবাদ।
"এটা ভেবে আমি গর্বিত যে ফ্রেশওয়ার্কস এখন নাসডাকে বাণিজ্য করছে। এখানে পৌঁছাতে আমাদের অনেক পরিশ্রম এবং সৌভাগ্যের সঙ্গে মোট ১১ বছর সময় লেগেছে। যারা আমাদের সঙ্গে এই যাত্রায় ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।"
২০১০ সালে মাথরুবুথাম এবং শান কৃষ্ণসামি দ্বারা প্রতিষ্ঠিত ফ্রেশওয়ার্কস তাদের গ্রাহকদের কাছাকাছি থাকতে সম্প্রতি সিলিকন ভ্যালিতে স্থানান্তরিত হয়েছে। তবে ক্যালিফোর্নিয়ায় স্থানান্তরিত হলেও কোম্পানিটি এখনো চেন্নাইয়ে একটি বড়সড় কর্মীবাহিনী ধরে রেখেছে। বিশ্বব্যাপী তাদের ৪৩০০ জন কর্মচারী আছে, যাদের কাছেই কোম্পানির ৭৬ শতাংশ শেয়ার।
- সূত্র: হিন্দুস্তান টাইমস