পীরগঞ্জে হিন্দুদের ওপর হামলার মূল হোতা গ্রেপ্তার: র্যাব
রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাতে র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএনএম ইমরান উদ্দিন খান জানিয়েছেন, "শনিবার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে এই গ্রেপ্তার সম্পর্কে বিস্তারিত জানানো হবে"।
গত ১৭ অক্টোবর পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর মাঝিপাড়া গ্রামের পরিতোষ ফেসবুকে পবিত্র কাবা শরীফের একটি অবমাননাকর ছবি আপলোড করেন বলে অভিযোগ ওঠে, পরে এই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে একদল উত্তেজিত জনতা তার গ্রামে আক্রমণ করে এবং অনেক ঘর পুড়িয়ে দেয়। সে হামলায় ৬০টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার দিন ১৩৫টি বাড়ি ভাঙচুর ও ১৮টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। লুট করা হয়েছে গবাদিপশু ও অলংকার; এছাড়াও বাড়িঘরসহ আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত অন্তত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত পরিতোষ রায়, যার ফেসবুক পোস্ট থেকে হামলার সূত্রপাত হয়েছিল, তাকেও তিন দিন আগে পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।