ক্যানসার চিকিৎসায় দেশে প্রথম সরকারি সাইক্লট্রন ও পেট-সিটি যন্ত্রপাতি স্থাপন
ক্যানসার চিকিৎসায় আইসোটোপ উৎপাদনে শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এ সাইক্লট্রন মেশিনসহ পেট-সিটি স্ক্যানিংয়ের আধুনিক মেশিনারি স্থাপন করা হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান মেশিন স্থাপনার উদ্বোধন করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের "সাইক্লট্রন সুবিধাদিসহ পেট-সিটি স্ক্যান স্থাপন" প্রকল্পের আওতায় নিনমাস শাহবাগে দেশের সবচেয়ে বড় এবং প্রথম সরকারি সাইক্লট্রন মেশিন এবং দুটি পিইটি-সিটি এবং নিনমাস ঢাকা মেডিকেল কলেজে একটি পিইটি-সিটি স্থাপন করা হয়।
এর ফলে ক্যানসার চিকিৎসায় পিইটি-সিটি পরীক্ষার খরচ ৫৫ হাজার টাকা থেকে এখন ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকায় নেমে এসেছে।