অক্টোবরে রপ্তানি আয়ে রেকর্ড ৪৭৩ কোটি ডলার
গত অক্টোবরে একক মাসে রপ্তানির নতুন রেকর্ড হয়েছে। এসময় বাংলাদেশ মোট রপ্তানি করে ৪৭৩ কোটি ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৩৭ শতাংশ বেশি।
বছরওয়ারি হিসাবে ৬০ দশমিক ৩৭ শতাংশ বৃদ্ধি অক্টোবরের জন্য নির্ধারিত ৩৪৬ কোটি ডলার রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। আজ মঙ্গলবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এতথ্য জানিয়েছে।
এদিকে জুলাই- অক্টোবর মেয়াদেও রপ্তানি ২২ দশমিক ৬ শতাংশ বেড়ে এক হাজার ৫৭৫ কোটি ডলার হয়েছে, যা এক হাজার ৩৮৯ কোটি ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।
এসময় তৈরি পোশাক পণ্য রপ্তানি ২০ দশমিক ৮ শতাংশ বেড়ে এক হাজার ২৬২ কোটি ডলারে পৌছায়, লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ১২৩ কোটি ডলার।