রাঙ্গামাটির কাপ্তাই লেকে নৌকাডুবিতে ৫ জন নিহত
রাঙ্গামাটির কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকা ডুবে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। নিহতদের মরদেহ রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক ডা. শওকত আকবর।
তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনা কবলিত এলাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে একই দিনে কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জান্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি বনভোজনের নৌকা ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে নৌকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।
তারা হলেন- বিনয় (৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীনা (১০)। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।