বিয়ে করলেন মালালা
শান্তিতে নোবেলজয়ী, নারী শিক্ষা প্রসারে সোচ্চার মালালা ইউসুফজাই বিয়ে করেছেন।
আজ বুধবার (১০ নভেম্বর) সামাজিক মাধ্যম টুইটারে করা পোস্টে মালালা নিজেই জানান সে কথা।
বার্মিংহামে ছোট ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয়েছে মালালার। পাত্রের নাম আসের মালিক; তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা।
বিয়ের ছবিসহ ওই টুইটে মালালা লিখেছেন, "আজ আমার জীবনের এক অমূল্য দিন। আসের ও আমি জীবনসঙ্গীর বন্ধনে আবদ্ধ হলাম। (যুক্তরাজ্যে) বার্মিংহামের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের ছোট্ট অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। আপনারা সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন। আগামী দিনগুলো নিয়ে আমরা দুজনেই ভীষণ উত্তেজিত।"
২০১৪ সালের অক্টোবরে ভারতীয় শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থির সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পান ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের মিঙ্গোরায় জন্ম নেওয়া মালালা ইউসুফজাই। এসময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। ফলে সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী হিসেবেও ইতিহাসে নাম লেখান তিনি।
মালালার পিতামাতা মেয়ের এ বিয়েকে 'পরিণয়ের পারিবারিক পরিণতি' বলে উল্লেখ করেছেন।