ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা ভুলে ভালো কিছুর আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। নতুন দল নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে নতুন কিছুর আশায় ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিন্তু সে আশায় গুড়েবালি। কিছুটা লড়াই করলেও হারই সঙ্গী হয় বাংলাদেশের।
বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে প্রথম টি-টোয়েন্টি, টানা ছয় ম্যাচে হেরেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে নেমে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও বেশ কিছু ভুলও করেছে বাংলাদেশ। যার খেসারত দিতে হয় ম্যাচ হেরে। এমন অবস্থায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস যে তলানিতে, সেটা বলাই বাহুল্য।
এমন অবস্থায় আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বেলা ২টায় শুরু হবে। এই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে বাঁচাতে পারবে বাংলাদেশ? প্রশ্নটির উত্তর জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। হারলে এক ম্যাচ আগেই সিরিহ খোয়াতে হবে ঘরের মাঠের দলটিকে।
অস্ট্রেলিয়া, নিউজিরল্যান্ডের সিরিজের কথা আবারও আলোচনায় আসতে পারে। বিশ্বকাপের আগে এই মাঠেই দুই পরাশক্তির বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। পাকিস্তান উপমহাদেশের দল হওয়ায় তাদের বিপক্ষে একইভাবে শাসন করা কঠিন, কিন্তু প্রথম ম্যাচের লড়াই বলে জয় পাওয়াটা অসাধ্য নয়। প্রথম ম্যাচের ভুল শুধরে জয়ের পরশ নেবে বাংলাদেশ, এখন সেই আশাতেই ক্রিকেটমোদীরা।
প্রথম টি-টোয়েন্টির হারের অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। প্রথম সারির চারজন ব্যাটসম্যান রানের দেখা পাননি। আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসানের ব্যাটে মাঝারি পূঁজি পায় বাংলাদেশ। তাই বিশ্বকাপের মতো ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়েই গেছে। যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের রান পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তার ভাষায়, 'মেহেদি দারুণ পারফর্ম করছে। দলের জন্য ব্যাট ও বল হাতে অবদান রাখছে। তাসকিনও দুর্দান্ত পারফর্ম করছে। সবাই ভালো পারফর্ম করছে। আফিফ খুব ভালো ব্যাটিং করেছে। সোহান খুব ভালো করেছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে।'
প্রথম ম্যাচের উইকেট পড়তেও ভুল করেছে বাংলাদেশ। যা পরে মাহমুদউল্লাহ নিজেই স্বীকার করে নেন। দ্বিতীয় ম্যাচে তাই আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের, 'ভেবেছিলাম উইকেট ভালো থাকা অবস্থায় ব্যাট করতে। যেন পরে বোলারদের জন্য সুবিধা হয়। আশা করছি শনিবার আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামব।'
আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচ খেলা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বিপ্লবকে খেলালেও তাকে কাজে লাগানো হয়নি। শেষ ওভারে মাত্র ২টি বল করার সুযোগ পান তিনি।