এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৮৫ টাকা
বাড়তে থাকা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম সিলিন্ডার প্রতি ৮৫ টাকা কমিয়েছে সরকার।
বৃহস্পতিবার এক বৈঠকে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩১৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, অন্যান্য সাইজের সিলিন্ডারের ক্ষেত্রেও কেজিপ্রতি ৭ টাকা করে কমানো হয়েছে।
গত চার মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪২২ টাকা বেড়েছে।
আগে বেসরকারি অপারেটররা নিজেদের সুবিধামতো এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করতেন। তবে গত ১২ এপ্রিল থেকে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে এ দাম নির্ধারণের দায়িত্ব নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।