‘মাসুদ রানা’ সিরিজের স্বত্ব শেখ আবদুল হাকিমের, জব্দ থাকবে 'কুয়াশা': হাইকোর্ট
সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় 'মাসুদ রানা' সিরিজের বইয়ের লেখক হিসেবে স্বত্ব হারিয়েছেন কাজী আনোয়ার হোসেন।
আজ সোমবার হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, মাসুদ রানা সিরিজের কপিরাইট কাজী আনোয়ার হোসেনের নয় বরং এর লেখকস্বত্ব শেখ আবদুল হাকিমের।
রায়ে আরও বলা হয়েছে, জব্দ থাকবে স্বত্বাধিকারের দাবি ওঠা কুয়াশা সিরিজের ৫০টি বই।
২০১৯ সালের ২৯ জুলাই শেখ আব্দুল হাকিম 'মাসুদ রানা' সিরিজের ২৬০টি এবং 'কুয়াশা' সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশ কপিরাইট অফিসে দাখিল করেন।
আরও পড়ুন- 'মাসুদ রানা'র লেখক কাজী আনোয়ার হোসেন নন, শেখ আবদুল হাকিম!
শেখ আবদুল হাকিম: এলোমেলো কিছু কথা
এক বছরেরও বেশি সময় ধরে আইনি লড়াই শেষে গত বছরের ১৪ জুন বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেন। ফলে দাবি করা মাসুদ রানা সিরিজের ২৬০টি এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক স্বত্ব পান শেখ আবদুল হাকিম।
কিন্তু কপিরাইট অফিসের দেওয়া সিদ্ধান্ত তখন স্থগিত করেন হাইকোর্ট।
মাসুদ রানা সিরিজের এ পর্যন্ত বই বেরিয়েছে ৪৬০টিরও বেশি।
সেবা প্রকাশনীর অসম্ভব জনপ্রিয় এ গোয়েন্দা সিরিজটির স্বত্ব নিয়ে শেখ আব্দুল হাকিমের মতোই মামলা লড়ছেন মাসুদ রানার আরেক লেখক ইফতেখার আমিন।