বাংলাদেশি নাবিকদের রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে
ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিককে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপ মহাব্যবস্থাপক (চার্টারিং,পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, "নাবিকরা গতকাল জাহাজ থেকে নামার পর বাঙ্কারে ছিলেন। আজ তাদেরকে বাংলাদেশের পোল্যান্ড দূতাবাস ও ইউক্রেন পোর্ট অথরিটির সহযোগিতায় মলদোভা নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে প্রথমে রোমানিয়া নিয়ে যাওয়া হবে তাদের এবং সেখান থেকে দেশে ফিরিয়ে আনা হবে। তবে নিরাপত্তার স্বর্থে নাবিকদের বর্তমান অবস্থান জানানো যাচ্ছে না।"
এর আগে বৃহস্পতিবার নাবিকদের উদ্ধার করা হয়। একইসাথে নিহত প্রকৌশলীর মরদেহ সংরক্ষণ করা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার ইউক্রেনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ 'বাংলার সমৃদ্ধিতে' রকেট হামলা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর রহমান (৩২) নামে এক প্রকৌশলী মারা যান, আহত হন ৩ জন। হামলার পরই জাহাজটিতে আগুন ধরে যায়। বর্তমানে বাংলার সমৃদ্ধিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এ প্রসঙ্গে ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, "বাংলার সমৃদ্ধি' বর্তমানে ইউক্রেন পোর্ট অথরিটির তত্ত্বাবধায়নে আছে। এটি এখন তাদের সম্পত্তি। নাবিকরা উদ্ধারের পর জাহাজ কিভাবে রিকভার করা যায় তা ভাবা হবে।"
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজটি রাশিয়ার হামলা শুরুর আগে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরের বহির্নোঙ্গরে (ডিনিপ্রো-বাগ মোহনা) পৌঁছায়। জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিন ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল, ক্লে নিয়ে ইতালির রেভেনা বন্দরে যাবার কথা ছিল "এমভি বাংলার সমৃদ্ধি"র।