মা-ছেলের পরিবেশবান্ধব ‘কাগজের কলম’
বইমেলায় প্রবেশকালেই দেখা মেলে এক যুবকের, যিনি ফোল্ডিং টেবিল পেতে কতগুলো কলম নিয়ে বসে আছেন। এই টেবিলের সামনের দিকে তাকাতেই একটি লেখার উপর চোখ আটকে যায়। সাধারণ সাদা কাগজের পোস্টারে সেখানে লেখা 'কাগজের কলম'।
কলেজ শিক্ষার্থী মীর নাঈম আলম শুভ পরিবেশবান্ধব এই কলমের উদ্যোক্তা। কলমের নামও দিয়েছেন তিনি, তার উদ্দেশ্যের সাথে মিলিয়ে- 'শুভ পরিবেশ বান্ধব কলম'। এই কলমের প্রায় পুরোটাই কাগজের তৈরি। প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ।
পরিবেশবান্ধব এই কলমগুলোর উদ্ভাবক শুভর মা নাসিমা আখতার। আর কলমগুলো বিক্রয়-বিপণনের কাজ করেন শুভ। কেবল বইমেলা উপলক্ষে সুদূর যশোর থেকে ঢাকায় এসেছেন শুভ, সঙ্গে মায়ের বানানো পরিবেশবান্ধব কলম।
যেহেতু কাঁচামাল হিসেবে এ কলমের ৯৫% পর্যন্ত কাগজ, ফলে খুব সহজে মাটিতে মিশে যেতে পারে এটি। একইসাথে দামের দিক থেকেও কলমগুলো সহজলভ্য। মাত্র ১০ টাকার বিনিময়ে অভিনব এই কলমকে ব্যাগবন্দি করতে পারবে যে কেউ।
নিজের কলম সম্পর্কে বলতে গিয়ে শুভ জানান, "আমাদের সংসারে যখন অভাব চারদিক থেকে গ্রাস করছিল, তখনই আম্মু এই উদ্যোগ নিয়ে সাফল্য পায়। এভাবে কলম বিক্রি করে আমাদের অভাব যেমন লাঘব হচ্ছে, সেই সাথে উপকৃত হচ্ছে পরিবেশও।"
পেটের দায়ে শুরু করলেও শুভদের মূল লক্ষ্য যে পরিবেশ সংরক্ষণ, তা ফুটে উঠল তার কথাবার্তায়। আলাপচারিতার মাঝে বারবার বলছিলেন পরিবেশের কথা, পরিবেশকে বাঁচানোর কথা।
তিনি বলেন, "প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার কাজে কলম ব্যবহার করতে হয়। এই কলম ব্যবহারের পর ফেলে দিলে তা কিন্তু নষ্ট হয় না, গলার কাঁটার মতো বিধে থাকে। অন্যদিকে, আমাদের কলমটি পরিবেশবান্ধব, সহজেই মাটির সাথে মিশে গিয়ে সুস্থ পরিবেশ বজায় থাকে। এ কারণেই এ কাজের মধ্যে এগিয়ে আসা।"