১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১০৪ টাকা
বেসরকারি অপারেটরদের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়েছে।
বিইআরসি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির দাম ১১১.২৬ টাকা নির্ধারণ করে। গত মাসে প্রতি কেজি এলপিজির নির্ধারণ করেছিল ১১৯.৯৪ টাকা।
আজ (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে এলপিজির নতুন মূল্য কার্যকর হবে।
সৌদি চুক্তি মূল্য অনুসারে ফেব্রুয়ারির তুলনায় মার্চে আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দাম কমায় এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে।
এর আগে এপ্রিলে খুচরা পর্যায়ে দাম ১ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করা হয়েছিল।
বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি টন প্রোপেন ও বিউটেনের চুক্তি মূল্য যথাক্রমে ৯৪০ ডলার থেকে কমে ৮৫০ ডলার এবং ৯৬০ ডলার থেকে কমে ৮৬০ ডলার হয়েছে।
বড় অ্যাপার্টমেন্ট আবাসনের জন্য কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি কেজি ১১৬.৭০ টাকা থেকে কমে ১০৮.০২ টাকা হয়েছে।
এছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব এলপিজি সিলিন্ডারের দামই কমানো হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।