রাশিয়ার তেল কিনে মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে চীন
সস্তায় রাশিয়ার তেল কিনে অপরিশোধিত তেলের মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে চীন।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে ইউরোপ যখন রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার কথা ভাবছে, তখন মস্কোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার কথা ভাবছে চীন।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, জ্বালানি তেলের প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টতা ছাড়াই সরকারি পর্যায়ে তেল কেনার বিষয়ে আলোচনা চলছে। চীনের কৌশলগত পেট্রোলিয়াম মজুদের জন্য অপরিশোধিত তেল কেনা হবে।
ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বিভিন্ন দেশ তেল কেনা থেকে বিরত থাকায় রাশিয়ার অপরিশোধিত তেলের দাম কমে।
আর সেই সুযোগ কাজে লাগিয়ে চীন সস্তায় তেল কিনে মজুদ বাড়াচ্ছে। জরুরি বা বিশেষ অবস্থায় ব্যবহৃত হবে এই তেল।
তবে চীন কিংবা রাশিয়া কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
কী পরিমাণে তেল কেনা হবে অথবা তেল ক্রয়ের চুক্তিতে কি কি শর্ত থাকবে তা এখনও নির্ধারিত হয়নি।
- সূত্র: ব্লুমবার্গ