কোভিড মোকাবিলায় বরাদ্দ কমলো অর্ধেক
করোনাভাইরাস প্রতিরোধে নতুন অর্থবছরের বাজেটে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এই বরাদ্দ স্বাস্থ্য খাতের নিয়মিত বরাদ্দের বাইরে।
করোনা মহামারি উদ্ভূত সংকট মোকাবিলায় বিগত ২ বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, "যদিও করোনাভাইরাসের সংক্রমণ অনেক কমে এসেছে, এখনো পুনরায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আছে। কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য বিপর্যয়ের কথা মাথায় রেখে আসন্ন অর্থবছরের জন্য আরও ৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিচ্ছি"।
২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।