২০ লাখ ডোজ করোনার প্রতিষেধক প্রস্তুত রয়েছে, দাবি ট্রাম্পের
করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম প্রতিষেধকের ২০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের কাছে মজুদ আছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এ পরিমাণ ভ্যাকসিন উৎপাদনের পর এখন শুধু স্বাস্থ্যগত দিক দিয়ে নিরাপদ, এমন ছাড়পত্র পেলেই অচিরেই তা বাজারে ছাড়া হবে।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 'প্রতিষেধক উৎপাদনের সার্বিক অবস্থা নিয়ে আমরা গতকালকেও একটি বৈঠক করেছি। পরিস্থিতি অনেক ভালো। খুব শীঘ্রই আমরা কিছু ইতিবাচক ও বিস্ময়কর সফলতা পেতে চলেছি। ভ্যাকসিন উৎপাদনে অসাধারণ অগ্রগতি হয়েছে।'
'আসল কথা হলো; ভ্যাকসিন পরিবহন এবং তা সংরক্ষণের নানা স্তর নিয়েও আমরা এখন প্রস্তুত। (ওষুধ প্রশাসনের) নিরাপত্তার ছাড়পত্র পাওয়া মাত্রই ২০ লাখ ভ্যাকসিন পৌঁছে দেওয়া সম্ভব হবে' বলেই দাবি করেন মার্কিন রাষ্ট্রপ্রধান।
এদিকে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, করোনাভাইরাসের প্রতিষেধক উৎপাদনে ট্রাম্প প্রশাসন পাঁচটি কোম্পানিকে নির্বাচিত করেছে। এদের ভেতর কোন কোম্পানি ২০ লাখ ভ্যাকসিন প্রস্তুত করেছে সেটা উল্লেখ করেননি ট্রাম্প।
এর আগে, চলতি সপ্তাহেই ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা ডা. অ্যান্থনি ফসি জানিয়েছিলেন, অন্তত চারটি ভ্যাকসিন নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ২০২১ সালের শুরুতেই পূর্ণদ্যমে ভ্যাকসিন তৈরি যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
ট্রাম্প অবশ্য দাবি করেন, চারটি নয় যুক্তরাষ্ট্রের সাত-আটটি কোম্পানি নাকি প্রতিষেধক উৎপাদনের কাজে অনেকদূর অগ্রসর হয়েছে।
ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা ডা. অ্যান্থনি ফসির কাছে ২০ লাখ ডোজ প্রস্তুতের বিষয়ে জানতে চাইলে জানান, তিনি নাকি প্রেসিডেন্টকে এ কথাটি বলতে শোনেননি।