আমি থাকলে মেসিকে কোনোভাবেই বার্সা ছাড়তে দিতাম না: রোনালদো
মঙ্গলবার রাতের পর থেকে লিওনেল মেসি ও বার্সেলোনা আর সমার্থক নয়। ইতোমধ্যে পথ বেঁকে গেছে মেসি-বার্সার। বুরোফ্যাক্স করে দল ছাড়ার কথা বার্সাকে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এমন খবরে কাতালুনিয়া এখন উত্তাল। প্রিয় খেলোয়াড়কে ধরে রাখতে রাস্তায় নেমে গেছে সেখানকার ফুটবলপ্রেমীরা।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদোও কাতালুনিয়াদের মতো করেই কথা বলেছেন। বার্সোলোনার দায়িত্বে থাকলে মেসিকে কোনো অবস্থাতেই যেতে দিতেন বলে জানিয়েছেন তিনি। মেসি অন্য ক্লাবে চলে গেলেও বার্সার প্রতি তার ভালোবাসা কমবে না বলে মনে করেন রোনালদো।
অনেকদিন ধরেই মেসির বার্সা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জন জোরালো হয় রোনাল্ড কোম্যান বার্সার নতুন কোচ হওয়ার পর। সিনিয়র কয়েকজন খেলোয়াড়কে সাবধান করে দেওয়া ছাড়াও মেসির সঙ্গে কড়া ভাষায় কথা বলেন ডাচ এই কোচ।
এ ছাড়া বার্সার ওপর নাখোশ থাকার অনেক কারণই ছিল মেসির কাছে। সব মিলিয়ে বার্সা ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেন ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।
মেসি সিদ্ধান্ত জানানোর পর স্বভাবতই নড়েচড়ে বসেছেন বার্সার বোর্ড পরিচালকরা। তাকে ফেরাতে জরুরি সভা ডাকা হয়। এখনও চেষ্টা চলছে মেসির মত বদলানোর জন্য। রোনালদো মনে করেন, দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে হলেও মেসি-বার্সার আলোচনায় বসা উচিত।
বার্সেলোনার হয়ে দুটি মৌসুম খেলার অভিজ্ঞতা আছে রোনালদোর। বার্সা পর্ব ইতি টেনে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন দুটি বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রইকার। রিয়ালের হয়ে খেলেন পাঁচটি মৌসুম। রিয়ালে বেশি সময় কাটলেও মেসি-বার্সার বিচ্ছেদ মেনে নিতে পারছেন না তিনি।
সান্তান্দারের ওয়েবিনার অনুষ্ঠানের লাইভে কিংবদন্তি এই ফুটবলার বলেন, 'দলের এমন সময়ে মেসি বার্সা ছাড়তে পারবে বলে আমার মনে হয় না। মেসি হচ্ছে বার্সার প্রতীক। আমি বার্সায় থাকলে মেসিকে কোনোভাবেই যেতে দিতাম না।'
'বার্সার সঙ্গে মেসির দারুণ ও শক্তিশালী সম্পর্ক রয়েছে। আমার মনে হয় না সে বার্সাকে ভালো না বেসে থাকতে পারবে।' মেসির সঙ্গে সুসম্পর্ক থাকায় আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে ভালোভাবেই চেনেন রোনালদো। মেসির সঙ্গে পারিবারিকভাবেও সম্পর্ক রয়েছে রোনালদোর। যে কারণে বার্সার প্রতির মেসির নিবেদনের কথা জানা আছে তার।