করোনার তোয়াক্কা না করে বেলারুশে ফুটবল টুর্নামেন্ট
বৈশ্বিক মহামারি ঘোষণা করা হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসকে। অফিস-আদালত বন্ধ হয়ে যাচ্ছে, খেলার মাঠ পরিণত হয়েছে বিরাণভূমিতে। একে একে বিশ্বের সব টুর্নামেন্টই স্থগিত ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মাঝেও ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে বেলারুশে। ভরা গ্যালারি নিয়েই বৃহস্পতিবার শুরু হয়েছে বেলারুশ প্রিমিয়ার লিগ।
করোনা বিস্তার এড়াতে প্রথমদিকে দর্শকশূন্য মাঠে ম্যাচ চালায় বিশ্বের শীর্ষ লিগগুলো। কিন্তু তাতে লাভ হয়নি। যে কারণে পরবর্তীতে একে একে বন্ধ হয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি এ', বুন্দেসলিগাসহ বিশ্বের আরও অনেক ফুটবল টুর্নামেন্ট। ফুটবল বিশ্বের সবেচেয়ে জমজমাট আসর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের খেলাও স্থগিত করা হয়।
এতো বন্ধের মাঝেও প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত নয় বেলারুশ। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পরও বৃহস্পতিবার মাঠে গড়িয়েছে দেশটির সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টটি। মাঠে দর্শকদের প্রবেশের ব্যবস্থাও রেখেছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। লিগে শুরুতেই হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের পরিচিত নাম বাতে বরিসভ। এনারজেটিক-বিগুর কাছে ৩-১ গোলে হেরেছে দলটি।
করোনায় আক্রান্ত হয়ে বেলারুশে এখনও কারও মুত্যু হয়নি। তবে আক্রান্ত হয়েছে ৫১ জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সম্ভাবনাও রয়েছে দেশটিতে। এমন অবস্থায় ফুটবল টুর্নামেন্ট শুরু করাটা কতোটা যৌক্তিক?
এমন প্রশ্নে রীতিমতো রেগে গেছেন বেলারুশ ফুটবল ফেডারেশনের সভাপতি ভ্লাদিমির বাজানোভ। ক্ষিপ্ত ভ্লাদিমির উল্টো প্রশ্ন করে বলে ওঠেন, 'টুর্নামেন্ট কেন শুরু করব না? আমাদের দেশে জরুরী অবস্থা জারি হয়েছে নাকি? এখনও মারাত্মক কিছু হয়নি এখানে। এ কারণেই লিগ নির্ধারিত সময়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।'
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দর লুকাশেনকোও স্থবিরতার বিপক্ষে। তিনিও চান সব কাজ চলুক। গত সপ্তাহে লুকাশেনকো বলেছেন, 'ভদকা পান করো। গরম পানি দিয়ে গোসল করে কঠোর পরিশ্রম করো। আমি ভদকা পান করি না, কিন্তু এই সময়ে সবাইকে ভদকা দিয়ে হাত পরিস্কার করতে বলছি। শুধু হাত পরিস্কারই নয়, এটা দিয়ে সবাই যেন ভাইরাসও মারার ব্যবস্থা করে।'