চূড়ান্ত আলোচনা করতে বার্সেলোনায় মেসির বাবা
লিওনেল মেসির সঙ্গে কোনো আলোচনা নয়; বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ আগেই এটা জানিয়ে দিয়েছেন। এক শর্তেই মেসির সঙ্গে বসতে রাজি তিনি, সেটা হচ্ছে চুক্তি নবায়ন করতে। এর বাইরে কোনো আলোচনার দরকার হলে সেটা মেসির সঙ্গে নয়, তার বাবা হোর্হে মেসির সঙ্গে করতে চান বার্তোমেউ।
চূড়ান্ত এই আলোচনা করতে কিছুক্ষণ আগে বার্সেলোনায় পৌঁছেছেন হোর্হে মেসি। আর বার্সেলোনা পৌঁছে আলোচনার টেবিলের যুক্তির মারপ্যাঁচের আগে মেসির ভক্তদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। মেসিকে কাতালান ক্লাবে ধরে রাখার জন্য রাস্তায় নেমে পড়া এসব ভক্তরা ভালো করেই বুঝতে পারছেন, ছেলেকে উড়িয়ে নিয়ে যেতেই এসেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়েছিল, মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে বুধবার আলোচনায় বসবেন বার্তোমেউ। এই আলোচনা করতে ব্যক্তিগত জেটে চড়ে বার্সেলোনায় পৌঁছেছেন মেসির বাবা। ব্যক্তিগত জেটে বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন হোর্হে মেসিকে। কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি।
বার্সেলোনায় নিজের ফ্ল্যাটেই উঠেছেন মেসির বাবা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বার্সা সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। ধারণা করা হচ্ছে এই বৈঠকের পরই জানা যাবে, মেসি বার্সায় থাকছেন নাকি নতুন ঠিকানায় যাচ্ছেন।
অনেকেরই ধারণা ছিল শেষ পর্যন্ত বার্সা ছাড়বেন না মেসি। কিন্তু এই ধারণা নিয়ে আর বসে থাকার সুযোগ নেই বার্সার মেসি ভক্তদের। অনুশীলন শুরুর আগে সোমবার ফিটনেস ও করোনা পরীক্ষা ছিল বার্সার খেলোয়াড়দের। কিন্তু এই পরীক্ষা দিতে যাননি মেসি। অংশ নেননি অনুশীলনেও। এসবে অংশ না নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালো করেই বুঝিয়ে দিয়েছেন, বার্সাতে থাকার ইচ্ছা মোটেও নেই তার।
মেসিভক্তদের জন্য এখন শেষ আশা হোর্হে মেসি ও বার্তোমেউয়ের আলোচনা। এই আলোচনায় মেসিকে আরও দুই মৌসুমের চুক্তির চন্য তার বাবাকে প্রস্তাব দেবেন বার্তোমেউ, এমনই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। এই আলোচনায় কী সিদ্ধান্ত আসে সেটা জানার জন্য কেবল মেসিভক্তরাই নন, পুরো ফুটবল দুনিয়ায় অপেক্ষায় আছে।